প্রতি বার চেষ্টা করি কিছুটা ভুলে যেতে,
তাদের করা অন্যায় গুলো কিছুটা ভুলে যেতে।
প্রতিবারই নতুন কারণ পাই,
কেন তাদের ঘৃণা করা প্রয়োজন।।
অপমান করে যায় গৌরবে, দিয়ে যায় খোঁচা নিরবে ।
আমি শুধু হাসি, আগ বাড়িয়ে হাত বাড়ায়,
পা বাড়ালেই নাই হয়ে যায়।
নাটকের সংলাপ বহুপক্ষিক,
সংলাপ পুরোনো।
কাছে আসাতে মানা।
পরিচিত হওয়া মানা।
যাইহোক যে যা ইচ্ছে করুক।
সময় বলবে সময়ের কথা।
আমি না হয় অভিনয় দেখে যাই।
তাদের জীবনে সব আছে, যা আমি চাই।
আমার জীবনে এমন কিছু নাই, যা তারা চায়।
তারা যা চায় তা আমার নাগালে বাহিরের স্বপ্ন মাত্র।
তারা তা পাবে যা আমার কল্পনার উপরের কিছু৷
যা কিছু হয় ভালো জন্য হয়।
এর থেকে বড় মিথ্যা আমি আমার জীবনের জন্য শুনেনি কিছু ৷
যা কিছু হয় তা আমার ভুল সিদ্ধান্ত, ভুল মানুষের সাথে পরিচয় হওয়ার জন্যই হয়।
ভালোর জন্য কিছু হয় নি,
ভালোর জন্য কিছু হবে না।
অথবা আমার জন্মের জন্য রাজি হওয়াটাই ছিলো বড় ভুল।
খুব সহজে মানুষ বলে যায় ‘তোকে এমনিতেও কেউ চাইবে না,
এমনিতেই হবে না এসব,
কেউ আসবে না এর জন্য’।
অতিরিক্ত পরিমানে অপ্রয়োজনীয় এক মানুষ।
অযোগ্য এক মানুষ।
প্রভু, ঠিক কতোটা কষ্ট পেলে,
আর কতো চোখের পানি ফেললে আমাকে জীবন্ত নরক থেকে মুক্তি দিবেন?
কখন থামবে আমার যাত্রা৷
একই পৃথিবীতে প্রভুর প্রিয় মানুষ গুলোর গলার কটা, চোখের বালি, করুণার পাত্র হয়ে শ্বাস নিতে বড় কষ্ট হয়।
প্রভু, আপনার প্রিয় দের সফলতা দিন।
তাদের সব কিছু দিন যা আমার কল্পনার বাহিরে।
হোক তারা কথা দিয়ে ছিন্নভিন্ন করে দিক।
তবুও তারা ভাল থাকুক।
-সুগার টি
🥲🫂
🥰🥰🥰