আমি আকাশ দেখি না

আমার প্রিয় ছিলো গল্পের বই,
 কবিতায় মন বসতো না তেমন।
 কিন্তু এখন সুযোগ হলেই গল্পের ছলে কবিতা পড়ে আত্মহারা হই।
 আগে কবিতা ছিলো চার লাইনের। 
 এখন কবিতা বিস্তারিত, 
 এখন ভাষা ভিন্ন,
  কথা ভিন্ন, 
 হাজার মানুষের গল্প,
  কবিতায় বলে যাওয়া গল্পের পিছনে লুকিয়ে থাকা আর এক গল্প।
 পড়তে পড়তে মনে হবে গল্প হয়তো মানুষের
  কিন্তু এমন অনেক কবিতা আমার আছে তার মুল অর্থ বস্তুগত। 
 হয় তো পড়ে মনে হবে প্রেমিক প্রেমিকার বিচ্ছেদের গল্প কিন্তু তার পিছনে লুকিয়ে আছে লক্ষ্যে হারানোর গল্প।
 পড়ে মনে হবে ভালবাসায় পরিপূর্ণ এক সত্তা। 
 কিন্তু মুল বিষয় ছিলো নিজেকে খুজে পাওয়া আর স্বপ্ন নিয়ে কথা।
 সহজ সরল মনে হওয়া কবিতায় অনেক জটিলতা থাকে।
 যেমন করে আমি বড় হয়েছি ১৮৪ দিনে।
 এক সময় আকাশের দিকে তাকিয়ে থেকে অনেক কথা হতো।
 একটা সময় আকাশ আমার খুব প্রিয় ছিলো। 
 একটা সময় বৃষ্টি আমায় খুব করে ছুয়ে দিতো।
 একটা সময় ভিজতে আমার খুব ইচ্ছে হতো।
 একটা সময় এক এক করে হারিয়ে গেলো। 
 আকাশ এখনো আগের মতো সুন্দর হলেও দেখার সময় হারিয়ে গেলো। 
 সময় করে আকাশ দেখা হয় না, মিহিরের তীব্রতায় টিকে থাকা যায় না।
 তবুও বৃষ্টি আমায় টানেনা।
 আকাশে মিহিরের আনাগোনা আমার মন কে করে প্রফুল্ল।
 কিন্তু বৃষ্টি হলেই মনটা আমার অদ্ভুত আচরণ করে।
 এখন আর তখন বলে কিছু নেই। 
 আজ অতীত হবে।
 আজ নিয়ে আবার কাল কথা হবে।
 আজকের আমি আরো বড় হবো।
 ১৮৪ দিন হয়তো ১১৮৪ দিন হবে।
 সেদিনও আক্ষেপ থাকবে, কষ্ট থাকবে, কথা থাকবে।
 আজকের দিন নতুন কবিতার গল্প হবে।
 সেদিন হয়তো অন্য কোন কিছু হারাব, অথবা এমন কিছু পাব যা আমি এখনো জানিনা।
 ভবিষ্যৎ অনিশ্চিত, অতীত তো অতীত। 
 আজকের দিনে তুমি আমি আছি।
 কাল নিয়ে চিন্তা না করি।
 তুমি না হয় আকাশ দেখো,
 আমি আমার স্বপ্ন পূরণ করি।
 -সুগার টি 

2 thoughts on “আমি আকাশ দেখি না

Leave a Reply to Mahabuba Cancel reply

Your email address will not be published. Required fields are marked *