Dark and Wild

জীবনে আত্মসম্মান ফেলে কারোর সাথে কথা বলতে হয়েছে? দারুণ ভাবে আঘাত করছে কেউ? নিদারুণ নিষ্ঠুর জীবন। হাজার অপমানের হিসেব হয় নি, ঝুলানো আছে অতীত এর খাতায়। তবুও কথা বলতে হবে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে বিশাল কিছু পেতে। এমন কিছু আসবে আমার কল্পনায় ছিলো না। পয়েন্ট করে তুলে রাখা বিষয় গুলোর সমাধান ছাড়া কথা বলতে হবে, এভাবেই আমার মন খারাপ হয়ে যাচ্ছে।

মাঝে মাঝে মনে হয় কেন? কেন? কেন?
খুব কষ্টে কথা বলার কেউ নেই। আমার অসহায় সময় আমার পাশে কেউ নেই। এই যে কান্না করে গাল ভিজে গিয়েছে তবুও কেউ নেই। অথচ আমার অপ্রিয় সকলেই ভালো আছে। তাদের কথা শোনার মানুষ আছে। তাদের কান্না করতেও হয় না। তাদের জীবনে অসহায়ত্ব নেই৷ ঝামেলা আছে। তা আমার থেকে হাজার গুন কম। তাদের সব আছে। আমার কথা শোনার, বলার মতো একটা মানুষ নেই। আর তাদেরকে পাওয়ার প্রতিযোগিতা ছিলো হাজারে। আমার জীবনে ভালবাসা নেই, আমার জীবনে হতাশা আছে। কবে একটা ভালো দিন আসবে তার অপেক্ষা আছে। আমি হিসেব চাইব আল্লাহ কাছে৷ আমি এক এক করে অভিযোগ তুলব নতুন করে। আমার সুখের ফয়সালা না করে তারা কি করে সুখে আছে, তা আমাকে জানতেই হবে।

কথা গুলোয় অন্ধকার ও আদিম পশুর গন্ধ আছে।
কথা গুলো অনেক কষ্টের আভাস আছে।
কথা গুলো সহজ না।
কথা গুলো আমার চোখের জল আর অপমানের কালি দিয়ে লেখা।
বেদনা আর হাহাকারে বিভীষিকাময় শহরে টিমটিম করে জ্বলতে থাকা এক প্রাণের অভিযোগের কথা।
এক দিন আসবে যেদিন এর হিসেব হবে।
-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *