সব কিছু শুরু করে,
একটা পয়েন্টে বাড়াবাড়ি ছাড়াছাড়ি পর্যায়ে নিয়ে আসে।
যাকিছু চাই তার মাঝে অপেক্ষা বেশিদিনের রাখতে নেই।
যুক্তিতে চমৎকার ভাবে বিভিন্ন ধরনের মানুষ মেলে।
হাজারের সাথে মিলাতে যেয়ে তাকেই চাই,এখানেই থামব,
এমনটা অনুভব হয়নি যে মানুষকে দেখে।
তার সাথে সংসার সংগ্রামের স্থান রূপে প্রসিদ্ধ হবে।
এটাই তো স্বাভাবিক।
স্বাভাবিক ব্যাপার অসংখ্য মানুষকে অসন্তুষ্ট করেছে।
সামান্য ব্যাপার।
খুব সামান্য।
কিন্তু হিসেব সব গোলমেলে ।
অনেক হয়েছে অন্যের চাপ নেওয়া ও দেওয়া।
আপন হয়েছে পর।
স্বপ্ন ভেঙেছে বিষাদের ডিসেম্বরে।
হারিয়েছে অনেক আগেই এপ্রিলের গরমে।
সিলমোহর লেগেছে কয়েক হাজারে।
পনেরো মাস ভাগ হয়েছে নয় দিনে।
দরজা খোলা কঠিন আজ।
বিবাহ না হওয়া বিবাদের বিষয়।
বিদায় না হওয়া চিন্তার বিষয়।
সমাধানের পথ খোঁজে সবাই, সমাধান মেলে না সময়ে।
হারিয়েছি যা সমাধান তাতেই ছিলো ।
সেই সমাধান পর হলো।
অন্যের ঘর হলো।
আমার ঘর শূন্য হলো।
তিনশত পয়ষট্টি দিনে বছর হলো।
যেখানে দিন ছিলো সেখানে পরে রইলো।
উন্নতি বলতে বয়স বাড়লো।
চিন্তার মাত্রা দ্বিগুণ হলো।
চারিদিকে হাহাকারের প্রতিধ্বনি।
দরজা খোলা কঠিন আজ,ভীষণ কঠিন।
প্রিয় মানুষের অপ্রিয় মুখ।
বয়স বেড়েছে যোগ্যতার অভাবে হাত শূন্য আজো।
সমাজের চোখেমুখে লেপ্টে আছে অতৃপ্তির ছায়া।
গলায় ফাসিয়ে দেয়া ফাসির দঁড়ি মেনে না নেওয়ার অবাধ্যতা অবাক করেছে তাদের।
সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থতা তাদের জন্য,
আর আমার জন্য প্রিয় মুখ গুলোর অচেনা হওয়া চোখ মাত্র।
প্রিয় মানুষের প্রিয় হতে না পারার আক্ষেপ থাকবে।
দুই পক্ষেরই থাকবে।
-সুগার টি
