আজ আমাকে আমি চিনি না। আজ আমার কাছে আমি অজানা। ছায়া ছাড়া মানুষ কি তবে সংগ্রাম করতে করতে নিজেকে হারিয়ে ফেলে? অহংকার, হিংসা, অন্যের জন্য অশুভ কিছু আজও চাই না। চাই না কাউকে কষ্ট দিতে, চাইনা কাউকে ঠকাতে। চাই না অমানুষ হতে।
কিন্তু মানুষের কাছে হেনস্থা হতে চাই না। অহংকারীর সাথে ওঠা বসা করতে চাই না। নিজের মতো থাকতে চাই। সব ঝামেলা থেকে দূরে। অনেক দূরে।
বিশেষ মানুষের জন্য সব করতে পারি থেকে নিজের জন্য আমি সব করতে পারিতে রূপান্তর হওয়ার যাত্রায় মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যায়। যা তার সফলতা, ভালো থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন। দিন শেষে সবাই আমরা নিজের জন্য বাঁচি, নিজের কথা চিন্তা করি,নিজের একাকিত্ব ঘুচবে এমনটা আশা করি।
পাগলের মতো ভালবেসে কোন লাভ নেই।
সুস্থ সবল ভাবে ভালবাসার চেষ্টা করুন।
পাগল ভালো মন্দ বুঝে না।
ঠিক ভুলের মাত্রা জানেনা।
ঠিক ভুলের মাত্রা ঠিক রাখুন।
না বলতে শিখুন।
কারোর জন্য নিজের পায়ের নিচের মাটিকে নরম করবেন না।
শর্তসাপেক্ষে কারো কাছে আসবেন না।
বাস্তবতা কঠিন বিষয়টা তা না। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বাস্তবতা কঠিন হয়ে যায়। দুনিয়াবি পরীক্ষাতো আছেই।
আমি ইমোশনাল ফুল, আমি পারি না, আমাকে দিয়ে হবে না… এই কথা গুলো আপনাকে এমন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে তা আপনি কল্পনা করতে পারছেন না।
সহজ হবে না।
সত্য বলছি এই মনঃভাব দিয়ে ক্ষতি ছাড়া কিছু ক্রয় করছেন না।
কাউকে দোষ দিয়ে লাভ হবে না।
কেউ আপনার পাগলামির দায় নিবে না।
দিন শেষ হবে।
আপনি শেষ হবেন।
-সুগার টি