কথার জবাব ঠোঁটে ছিলো, কিন্তু বলার কিছু ছিলো না, যে পথে সে হঠাৎ এসেছিলো, হঠাৎ করে সে পথ বন্ধ হয়ে গেলো। সাখী? সহ্য ক্ষমতা এতো কম হলে কি করে হবে? আমি যে অনেক দাহ্য হয়েছি, সহ্য করেছি ব্যাথা। সহ্য করেছি অপরিচিত হয়ে যাওয়া সেই সময় গুলোর উপহাস। কি করে সহ্য করেও, হেসেছিলাম জানা আছে তোমার? কতো দূরে যাওয়া যায় বন্ধ করে যোগাযোগ? দীর্ঘ শ্বাসের যোগাযোগ প্রয়োজন হয় না। সে তার প্রভুকে অদ্ভুত ভাবে চিনে ফেলে। তাকে চিনয়ে দেয়ার দরকার পরে না। চোখের জলের কারণ তো যোগাযোগ বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে না। যা কিছু ছুবে,যা কিছু ছুয়েছে। তার জন্য যোগাযোগ এর প্রয়োজন হবে না। কোন প্রয়োজন হবে না। যোগাযোগ ছাড়াই আমি জ্বলে ছিলাম। যোগাযোগ ছাড়াই জেনে ছিলাম আমার মূল্য কতোটা। আজ মুক্ত তবুও মুক্ত না, আজ যুক্ত তবুও যুক্ত না। আজ আমার দম বন্ধ হয় না। আজ আমার মন খারাপ হয় না। আজ কিছু ক্ষত আছে। আজ কিছু স্মৃতি আছে। যা জ্বলছে দ্বিগুণ ভাবে। তবে আমাকে না অন্য কোথাও, অন্য কোন ভাবে। -সুগার টি
🥹🥹🥹🥹🥹