সেরোটোনিন

তুমি কি আমার সেরোটোনিন হবে?
 অনিদ্রা চোখের ঘুম হবে?
 অশান্ত মনকে শান্ত করবে?
 তুমি একটু সময়ের জন্য আমার সেরোটোনিন হবে?
 আমার মনের সকল জটিল চিন্তার সমাধান হবে?
 তুমি কি আমার সব অপমানের জবাব হবে?
 তুমি কি আমার চোখের জল হবে? 
 আমার কষ্টে ভাগ নিবে?
 দূরের আকাশ হবে?
 মেঘের জল অথবা  শীতের রৌদ্র?
 তুমি জানো?
 তোমাকে বলতে ইচ্ছে হয় আমার মন খারাপ এর গল্প গুলো।
 সাদামাটা জীবনের জটিল স্বপ্ন গুলো।
 হারিয়ে ফেলা মানুষ গুলো যারা ছিলো আমার কাছে সর্গ তুল্য।
 সেই দিন গুলো যেদিন গুলোতে আমার ভোর হয়েছে অশ্রু মুছে, 
 রাত্রি হয়েছে কষ্টের মাঝে।
 তোমাকে বলতে ইচ্ছে করে সেই যন্ত্রণা দায়ক দিন গুলোর কথা,
 যেদিন যন্ত্রণা হাসিতে রূপ নিয়েছিলো,
 যেদিন তার খবর এসেছিলো। 
 আমি যে স্বপ্ন দেখেছি বার বার, বলেছিলাম অনেক বার,
 জানো আমার সাথে এমন হলে আমি হয়তো মরেই যাব। 
 জানো আমার আকাশ অন্য কোথাও অন্য কারো, এ আমার জন্য মরন সমতুল্য। 
 কথা, চোখে জল আর আমার অসহায়ের গল্প সেদিন পাল্টে গেলো। 
 আমি আরো অনেক স্বপ্নকে ভয় পেয়েছিলাম।
 অনেক অনেক ভয়।
 কিন্তু সব কিছু সময়ের ব্যবধানে সত্যি হয়েছিল। 
 আমি আমার স্বপ্নের জীবনে আছি। 
 তুমি কি তা জানো? 
 ওহ! এগুলোর নাম স্বপ্ন নয় দুঃস্বপ্ন বলছো।
 জানো যেদিন থেকে মানুষ অনলাইনে সহজলভ্য হলো সেদিন থেকে মানুষ অনলাইন বা অফলাইন উভয় জীবনকেই সহজলভ্য করে দিলো।
 এতো প্রতিযোগিতা, এতো হাতছানি এতো এতো সব রঙের ছোঁয়া, 
 চোখে ধাধানো মনমাতানো জীবনে ,
 জীবন জটিলতা বেড়ে চলেছে তবুও সহজলভ্যতা আগের তুলনায় অনেক গুন বেড়েছে। 
 অপমানের উৎস অনলাইন হলে তা থেকে যতো সহজে মুক্তি পাওয়া যায়,
 বাস্তবতা ভিন্ন, তবুও অনলাইনে সহজলভ্যতা প্রভাব ফেলছে বাস্তব জীবনেও।
 তুমি কি জানো অনেক মানুষ ভাবে সত্যি বোধহয় বাস্তব জীবন অনলাইনের মতো খুব সহজ। 
 অফলাইন জীবনে ব্লক করার অপশন যদি থাকতো অনেক উৎস ব্লক করে দেয়া যেতো। 
 অনলাইন জীবন ধ্বংস হয়ে যাওয়া পিরামিডের মতো। 
 মাথা তুলে দাঁড়িয়ে তো আছে কিন্তু যা একসময় সম্মানের কাজ দিতো।
 আজ তা পর্যটনের বিজনেস মাত্র।
 অনেক কথাই তো শুনলে,
 এখন বলো তুমি কি আমার সেরোটোনিন হবে?
 আমার ঘুমহীন জীবনের ঘুম হবে?
 আমি তোমার কাছে কিছুই চাই না। 
 শুধু মাত্র তোমাকে আমার সেরোটোনিন  করতে চাই।
 আমিও তোমার সেরোটোনিন হতে চাই।
 ভাবতে তোমায় সময় দিলাম।
 সময় করে বলবে তো 'হ্যাঁ আমি তোমার সেরোটোনিন হবে'?
 -সুগার টি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *