অনুনয় বিনয় আর বুদ্ধির নির্বুদ্ধিতা বিসর্জন দিতে কে বা চায়?
সোজা সরল মানুষ বুঝে না কিছু ভাই।
এমন মিথ্যা বলো না তো আমায়।
আমি নির্বোধ না আমি বাকা না।
আমি যা বুঝি যা বোঝা উচিৎ ছিলো তাই।
সে সাহস পেয়ে সহসা বাতাস দেয় পরিস্থিতিতে।
উপভোগ করে উত্তেজিত হয়ে যাওয়া মানুষকে।
ছোট্ট করে কথার মাঝে হিংসা প্রকাশ করে।
তোমার যা আছে আমার যদি থাকতো,
সবাই সুখী আমি শুধু অসুখী মাত্র।
যা কিছু আছে তার প্রতি সে অকৃতজ্ঞ।
এমন মানুষ সব সময় হতাশার কথা কয়।
প্রভুকে দোষ দেয়, মানুষকে দোষ দেয়, মাঝে মাঝে খোঁচার ছলে নিজের মাথায়ও দোষ নেয়।
এমন মানুষ সহজ সরল কি করে হয়?
রাগী মানুষ এর দুর্বলতা সে লুকাতে পারে না রাগ,
ঠিক সময়ে অপেক্ষা জানেনা, করতে চায় প্রকাশ।
প্রতিবাদ করে ওঠে, গর্জে ওঠে থেকে থেকে।
সবাই দেখে নির্বুদ্ধিতা প্রকাশের অহমিকা।
আর…
আর ওপাশের মানুষ ছোট্ট করে বাতাস দিতে থাকে।
তাকে দেখে মনে হবে সহজ, সরল, নরম মানুষ।
হতে পারে।
কিন্তু এর বিপরীত হলেও সমস্যা তো নেই তাতে।
সহজ, সরল, নরম হলেই তাকে ভালো বলতে হবে,এমন তো নয়।
তাকে তো হাবাগোবা বলা চলে।
বুদ্ধির সাথে সহজ, সরল,নরম সবই হওয়া যায়।
পরিস্থিতি বুঝে কাজ করতে পারে যে তাকেই বুদ্ধিমান বলা যায়।
যতোই বুদ্ধি দিন, যতোই সাহায্যর হাত বাড়ান।
ব্যাক্তি তার ব্যাক্তিগত ব্যাক্তিত্বের উপরই কাজ করবে।
সহজে পেতে চায়, নিজে করবে না কিছুই।
কষ্ট করতে চায় না,
পেতে চায় সব কিছু।
অন্যের কেন আছে তার নাই কেন?
অন্যেরা যদি পায় খুব সহজে কেন সে নয়?
অদ্ভুত এদের চিন্তা ভাবনা, অলস তাদের মন।
মনে করে রাজার কোন কাজ নাই।
সবই করে অন্য জন।
রাজার জীবন আরাম আয়েসের করতে হয় না কিছুই।
হিংসা প্রকাশ করতে থাকে, কেন পায় না সব কিছু হাত বাড়ালেই।
কিন্তু সে জানেই না অথবা মানেই না কেউ পায় না কোন কিছু খুব সহজে।
মাথার উপরে ছাদ থাকা অবশ্যই প্রভুর দয়া বটে।
কিন্তু ছাদের নিচের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নিচের মানুষের আলফার প্রয়োজন পরে।
সব কিছু একটা নিয়মে চলে,
সব কিছুর একটা ভারসাম্য আছে।
এই দুনিয়ায় কেউ পরিপূর্ণ ভাবে সুখে নেই।
কারোর জীবনই পরিপূর্ণ নয়।
সবাই অভাবে আছে,
আছে ডিপ্রেশন ।
সবাই জীবনে পরিশ্রম করে শুধু একটু সহজ করে টিকিয়ে রাখতে নিজেকে।
কেউ পায় না হাত বাড়ালেই সব কিছু।
জন্মের সময় নির্ধারিত পরিবার প্রভুর দেয়া বটে।
কিন্তু পরবর্তী সকল ধাপে ঠিকে থাকতে চেষ্টা করতে হবে।
সামঞ্জস্যতা সামঞ্জস্য জীবনের শব্দ নয়।
জীবনের সামঞ্জস্যতা আসে তখন,
যখন জীবনকে সামঞ্জস্য করার চেষ্টা চলতে থাকে।
-সুগার টি