মেঘের রঙের এক বাড়ি ওই নীল আকাশে ভাসিয়েছি। সে ঘুরে বেড়ায়, ছুটে বেড়ায়, বৃষ্টি ঝরায় কারণে অকারণে। সব বিষয় দেখে মনে যদিও হয় অনুভুতির দায় করছে সব। সত্যি বলতে মিথ্যে সব। সেই যে কঠিন বিপদে দূরত্ব রেখেছিল ঠিক ঠাক, নিজের জন্য যা করা দরকার করেছিল নির্ভুল, তারা জানতো কি করতে হবে, সবাই জানে কি করতে হয় মানুষর বিপদের দিনে। ইচ্ছে করেই প্রশ্ন করে কি করতাম আমি? তাই দূরে ছিলাম। আমার মেঘের বাড়ি তোমাদের সুখপুরে যায় না। আমার মেঘলা আকাশ কাউকে ছুতে চায় না। আমি সাহায্য চাই নি। আমি মানুষ চিনতে চেয়েছি। চিনেছি ঠিকঠাক, নির্ভুল নির্ভেজাল। ওরা বিষাক্ত মানুষ, কাছে আসতে দিওনা। ওরা বিষাক্ত মানুষ কষ্ট কি বোঝে না। ভালো মানুষ সেজে শ্রেষ্ঠ দিন কাটায়। তুমি ঠোঁট কাটা, অভিনয় পারো না, তুমি ভালো মানুষের দলের মানুষ না। আমার মেঘের বাড়ি তোমাদের জন্য না। বার বার বলি প্রকৃতিকে এতো অসম্মান করো না। যা কিছু আছে, যা পেয়েছ খুব সহজে তার মূল্য বোঝো। নয় তো হারিয়ে যাবে নিজের দোষে। হাত বাড়ালে শুধু ছাই পাবে। যদি তবুও না বোঝো কি করা উচিৎ তাহলে তাই করো যা করতে চাও। মুখোমুখি হতে চাও, হয়ে যাও। ভুল বুঝে কষ্ট থেকে যদি কিছু করার ইচ্ছে হয় করে ফেলো। বাধা নেই আর কোন। তবুও বিষাক্ত মানুষ দূর থেকে এগুলো করো। যোগাযোগ ছাড়াই করো। আমার মেঘের বাড়ি যোগাযোগ পছন্দ করে না। -সুগার টি