গল্প যা আমার

রাতে যখন আমি ডাক্তার কে প্রশ্ন করেছিলাম আজ রাতটা কি পাওয়া যাবে? ডাক্তার রাগ করে বলেছিলো 'আমি কি আল্লাহ?  আমি কি ভাবে বলব'। আমার বুঝতে কিছু বাকি ছিলো না তার রাগ করার ধরনে। সেদিন আমি হাসপাতালের করিডোর দৌড়ে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এটা ওটার ব্যাবস্থা করতে ছিলাম। যদি আরো কিছু সময় পাওয়া যায়।
 আমাকে আল্লাহ কোন বিষয়ে সময় দিলেন না। আমি সারারাত একটা আশা নিয়ে বেঁচে ছিলাম। একটা আশা। ভোরের ফরজরের ডাক, বৃষ্টি আর… 
 হারানোর ব্যাথা এতো তীব্র ছিলো আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি জ্ঞান হারালাম।
 সেই যে জ্ঞান হারালাম। আমার অনুভূতি আর কোন দিন আমার কাছে ফিরে আসে নি। আমার কঠিন সময় আমার পরিচিত মানুষ গুলো অপরিচিত হয়েছিলো। আমি কিছু ভুলিনি। আমি সেদিন থেকে একটা একটা বিষয় নিয়মিত সম্মানের সাথে নিজেকে মনে করিয়ে দেই। আমার পাশে কেউ ছিলো না। আমার খোঁজ কেউ নেয় নি। 
 আমি সেদিন একটা মানুষ হারিয়ে ছিলাম বিষয় কিন্তু তা না। আমি সব হারিয়েছিলাম। আমি নিজেকে কোন দিন তাদের ক্ষমা করতে দিব না। সব ঘুছিয়ে নিয়েছে তারা। তাদের বোন, মা, বাবা, পরিচিতরা গর্ব করে গল্প শোনায় তাদের সফলতার। আর আমি এখনো পায়চারি করি সেই হাস্পাতালের করিডরে।
 আমি সেই রাতে, আমার ঘুম হারিয়েছিলাম। আজ ১১ মাস আমি রাতে ঘুমাইনি।  তোমরা সফল তাই সব আছে তোমাদের। আমার আজ কিছু নাই। কোন গল্প নাই। কষ্টের গল্প ছাড়া। প্রতি মাসের এই দিন গুলো আমি কোন ভাবেই ঠিক সহ্য করতে পারিনা। আজ একা ভিষণ একা। তবুও আমি পিছনে ফিরে তাকাই নি। আমি খোঁজ নেইনি আমার অপছন্দ হয়ে যাওয়া মানুষদের। যারা গল্প বলে তাদের,সেই সব গল্পের মাঝে আমি অন্য কোথাও হারিয়ে যাই। শুনেও দেখা হয় না কি কি ঠিক বলছে। আমি জানি তারা আমার সামনে এলেও বুঝতে পারবে না, আমার মনে তাদের জন্য কি চলে। তারাই এই দুই রূপের সাথে পরিচয় করিয়েছে আমাকে। আমি তবুও শুধু অনুভূতি লুকাব৷ কোন ক্ষতি করব না। অভিনয় করব না ভালো সাজার।  কথা হয় তো কম বলবো কিন্তু অপমান করব না। এগুলো আমার মূল্যবোধের সাথে যায় না।
 আজ রাতের একটা ঘটনা বলি, কোচিং এর এক পরিচিত আমার ব্যক্তিগত ফোন নাম্বার তার সাথে দেখা করতে আসা একটি মানুষ কে দিয়েছে। সে আমাকে দেখেনি,কন্ঠ বলতে সেই মেয়েকে বিদায় দেয়ার কন্ঠ। সেই ব্যাক্তি মেসেজ দিয়েছে শুধু আমার নাম টা লিখে। ভেবেছে আমি আগ্রহ অনুভব করব। আমার আগ্রহ 🥱🥱🥱🥱। সুন্দর করে নিজের নাম পড়ে….
 থাক আজ প্রথম গল্প বললাম। এতো কথা একদিনে বলে ফেলা ঠিক হবে না। আমার লেখা হয়তো কেউ পড়ে না। তবুও নিজের ভাল লাগার জন্য লেখা৷ যদি কেউ পড়েন তাহলে আপনাকে ধন্যবাদ।
 -সুগার টি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *