সুগার টি
চারদিকে সফলতা, চারদিকে প্রাপ্তি। আমি শুধু দেখে যাই আমার অপ্রাপ্তি। কি হবে যদি তারাও দেখে আমার শুধুই প্রাপ্তি, তাদের শুধু অপ্রাপ্তি? যদি বেঁচে থাকাই প্রাপ্তি হয়, ঠোঁটের কোনে হাসি প্রাপ্তি হয়। তবে আমি আছি প্রাপ্তিতে। সময়ের সাথে সাথে স্মৃতি হয়ে যাওয়া সম্পর্কের বকুল ফুল অনাদরে মাটিতে লুটিয়ে পড়ে। হারিয়ে যাওয়া মানুষ গুলোকে হারাতে দিয়ে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ তুলি নি আমি সময়ের কাছে। যা কিছু নিজ ইচ্ছে ঝরেছে, যা কিছু তিক্ত বাস্তবতায় ঝরেছে। যা কিছু নিজ ইচ্ছে নিখোঁজ হয়েছে, তার কিছুই খুঁজতে যাইনি আমি। সময় ও সম্পর্ক একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। সময়ের খাতা আর সম্পর্কে খাতার মধ্যে স্পর্শ স্পষ্ট। সময় পরিবর্তন হয় ঋতু বদলায়। সম্পর্ক পরিবর্তন হয় মানুষ বদলায়। দৃষ্টিতে দৃশ্যমান ভালবাসা ভ্রোম হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে আমার কথা কারোর মনে পরে না। আমার খোঁজ কেউ রাখে না। আমিও তাদের জীবনের অনাদরের বকুল ফুল। দিন যায়,সময় যায় আমি নিজেও জানিনা কিভাবে পথ আলাদা হয়ে গেলো। অবসরবিহীন এ জীবনে ব্যস্ত আমি খুব তা বলব না। সময়ের কাটা হিসেব করে কাজে লাগাই সত্য। প্রয়োজনের বাহিরে কথা বলি না সত্য। কবিতা লিখি,ছবি আকি,আবৃত্তি করি,গাছের ফুল দেখে অবসর কাটাই সত্য। মোটা মোটা বই পড়ি, একা একাই সেই রাজ্যে ঘুরে বেড়াই সত্য। কিন্তু ঝরে যাওয়া বকুল ফুল এর খোঁজ করিনি কখনো। খোঁজ যা আছে তাও অনিচ্ছায় ভেসে আসা জলের মতো হুটহাট এসে হারিয়ে গিয়েছে কোন এক পথে। খোঁজ রাখিনি গতানুগতিক ধারার নীরব বিক্ষোভ মিছিলের। আমি আজ অনেক খুশী খুব অল্পতেই। অনেক দিন পরে সখের কিছু পেন্সিল, কিছু স্কেচ বুক নিয়েছি নিজের জন্য। একটু পড়ার ফাকে কবিতা শুনতে শুনতে আকা আকি করা যাবে বেশ কিছু দিন। আমি যোগ্য ছিলাম না,এখনো নই, ভবিষ্যতে হয়তো কিছুটা যোগ্য হব। আমি বোকা মানুষ ছিলাম,বোকা মানুষ আছি,হয়তো কোন এক দিন কিছুটা বুদ্ধিমান হব। সেদিনও আমিটা আজকের আমিই থাকব। নিজেকে নিজের যোগ্য করে তোলা খুব প্রয়োজন। অন্যরা বকুলের মতো। কঠিন বিপদে ঝরে যায়। তোমার যোগ্যতা তোমার মতো হাজার বিপদেরও ঝরে না। একটু অপেক্ষা করো, একটু কান্না করো, একটু সহ্য করো এই অসহ্য অসহায় জীবনকে। কিছুদিন পরেই খুঁজে পাবে নিজের নিজেকে। তখন তোমাকে খুঁজতে হবে না ঝরে যাওয়া কোন বকুল কে। কষ্ট হবে কিন্তু শেষ হয়ে যাবে না। দূর আকাশে কেউ একজন আছে যে নিয়ন্ত্রণ করবে তোমার শেষ হয়ে যাওয়াকে। নিয়ন্ত্রণ করবে তোমার সাথে হওয়া অন্যায় কে। তোমার একদিন সব হবে। তোমার একটা তুমি হবে। তবে বকুল ফুল ঝরে যাবে। ঝরে যাওয়া কিছুই আর তোমার হবে না। তুমি ঝরে গেলও আর তোমার হবে না। ঝরে যেওনা। ঝরে যেওনা। ঝরে যেওনা। -সুগার টি