পরিবর্তনের বড্ড ভয় ছিলো।
ভয় গাঢ় থেকে গাঢ় হলো।
আমার ভয়ের জন্মদাতা ছিলো ভবিষ্যৎ।
আমার ভয়ে দিন গুলো ছিলো অন্ধকার।
কি হবে না হবে, হারিয়ে গেলে দম বন্ধ হয়ে যাবে।
কতটা ভয় ছিলো সব কিছু জুড়ে ।
কতগুলো নির্ঘুম রাত, কতো অগোছালো সময়।
যার মুখোমুখি হতে চাই নি।
যা অনুভব করতে চাই নি।
যার মধ্যে দিয়ে যেতে চাইনি।
সময় গুলো পার করার সময়ে
সেই সব ভয় ছিলো আমার সাথেই।
যখন হারিয়ে ফেললাম সব কিছু তখন সেসব তারিখ হয়ে ক্যালেন্ডারের পাতায় খোদাই হয়ে গেলো।
আমার সব ভয় এখন ক্যালেন্ডারের পাতায় অতীতের একটা দিন মাত্র।
এখনো আছে বাকি, আছে কিছু ভয়।
তারোও অপেক্ষা করছে কখন হবে খোদাই।
সময় বয়ে যায়।
ভয়ের ক্ষত রয়ে যায়।
যদিও তা ক্যালেন্ডারের পাতায় অতীতের দিন ছাড়া কিছুই নয়।
কিন্তু আমার ভয়ের সেই দিন গুলোর আঘাত তো এখনো তাজা।
কবিতা শেষ করতে চাই James Baldwin এর এক বিখ্যাত উক্তি দিয়ে,
‘Not everything that is faced can be changed, but nothing can be changed until it is faced.’
-সুগার টি