নভো জাগতিক ঘটনার ফলে যে সুনামি ঘটে চলেছে আমার জীবনে,
তার থেকে মুক্তি পেতে হলেও আমাকে জিত্তে হবে।
আমাকে সেই দিন গুলোর কথা মনে রাখতেই হবে যেখানে আমার কোন মূল্য ছিলো না।
আমাকে মনে রাখতেই হবে মানুষের করা সেসব অবহেলা।
আমি কিছুই পারিনা, আমার কোন যোগ্যতা নেই।
এগুলো আমাকে মনে রাখতেই হবে।
আমি দেখতে চাই তারা সময়ের হাতে যা কিছু তুলে দিয়েছে সেই অপেক্ষমান অপমান তাদের কি করে ছুয়ে যায়।
যে সমস্ত জীব পরিবর্তনশীল পরিবেশের সাথে নিজেদের মানিয়ে চলতে পারে পরিবেশ তাদেরকেই নির্বাচন করে। প্রাকৃতিক নির্বাচনে নির্বাচিত করেছে আমায় ঝিনুক রূপে।
ঝিনুকের প্রদাহ শুরু হয়েছে সেই কবে।
এই পৌষের রুক্ষতা, শুষ্কতা, অন্ধকার ভয় কেবলি কেটেছে।
ফাল্গুনের দেখা পেতে অপেক্ষা করতে হবে আমায় আরও কিছু সময়।
মুক্ত সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে।
গ্রাস করে নিচ্ছে অন্ধকারকে।
পরিবর্তন তার নিয়মেই পরিবর্তন নিয়ে আসে।
ফাল্গুনের পাতা ঝরা বাতাসে প্রভাবে মুছে যাবে পৌষের রুক্ষতা, শুষ্কতা।
রোদের প্রক্ষরতায় গ্রাস করে নিবে আধার দিনের অন্ধত্বতাকে।
ফুলের শোভায় সাজবে সময়,
সৌরভ এতো দূর যাবে যেন অপরাধ বোধ হয় তোমার।
-সুগার টি