কেমন আছো তুমি?
তোমার খবর জানা হয় না অনেক দিন।
দূর দিগন্তের দিকে তাকিয়ে মাঝে মাঝেই ভাবিই
কেমন আছো তুম?
তোমার কি এখনো মন খারাপ হয়?
তুমি কি এখনো আমায় মনে কর?
কি ভাব আমায় নিয়ে?
না কি ভাবনারা আমার জন্য নয়?
অভিযোগ, অভিমান গুলো কি এখন কেউ মূল্য দেয়?
নাকি কথা বলার মানুষ এখনো হয় নি তোমার?
তুমি যে স্বপ্ন গুলো দেখেছিলে তা কয়টি পূরণ হয়েছে?
আচ্ছা তোমার কি সম্মানের একটা জীবন হয়েছে?
কেউ কি তোমার কথা ভেবে বেকুল হওয়ে ওঠে?
আচ্ছা তুমি কি কারো ভাললাগার কারণ হয়েছো?
অন্যদিকে মুখ ফেরালে কেউ কি মন খারাপ করে তোমার আচরণে?
তোমায় কি কেউ খুব ভালবাসে? আপন করে চায়?
সন্ধ্যা হতেই ছুটে আসে তোমার কাছে?
কোল টা খোঁজে মাথা রাখার জন্যই?
যে রান্না, কবিতা, গান তুমি শিখেছিলে কারোর জন্যে, সেগুলো পেতে কেউ কি এসেছে তোমার জীবনে?
নাকি আজো তুমি একা?
ভীষণ একা?
-সুগার টি