সেই ভরা বদলো লগ্নে যদি তার দেখা না হতো তার সাথে,
তবে কি হতো?
সুক্ষ্ণভাবে সে প্রবেশ করেছে পুরঁজনে।
অশান্ত করে দিয়ে স্বাভাবিক পুরঞ্জন আকর্ষিত হয় ধ্রুব তারার দিকে।
সব তারা ধ্রুব তারা নয়।
চিনতে যদি ভুল হয়,
পথ হারানো অবশ্যক হয়ে যায়।
তারকা তার তারকা সত্তার মতোই শান্ত, সুন্দর, অদ্ভুত কর্কশ।
বুঝে না বুঝে, জেনে না জেনে
তারকার মোহে পড়াই প্রমাণ করে তোমার ভঙ্গুরতা।
জীবনের প্রতি আকর্ষণ কেটে যায়,
মুহুর্তেই দুনিয়ার রংতামাশায় বিষন্নতার দীর্ঘশ্বাস ও একাকীত্ব ছেয়ে যায়।
র্যাশনাল বা বাস্তববাদী হতে হলে অবাস্তবতার হাতে হাত রেখে, প্রেমে মুগ্ধ হতে হয়।
মুগ্ধতা কেটে যায়, একান্ত বাধ্যগত সামাজিক জীবন অসামাজিক হয়ে যায়।
জীবনে বেঁচে থাকার লড়াই করে র্যাশনাল ফুলস হয়ে যায়।
কেউ বা চুপিচুপি হয়, কেউ বা প্রামান করে দেয়।
সার্থকতা সাথেই সে র্যাশনাল ফুলের মূলতত্ত্ব আবিষ্কার করতে সমর্থ হয়ে যায়।
স্বাভাবিক ভাবে আবেগী মানুষ গুলে কে তারা গিনিপিগ বানিয়ে নেয়।
গিনিপিগেরা শুকনো ঝরা পাতার মতো পরে রয় ধাত্রীমাতার কোন এক অবহেলিত কোন।
শুকনো পাতারা তারকার দিকে চেয়ে থাকে।
ভাবে ইশ! ঐ তারকাটা যদি আমার হতো।
আমিই যদি তারকা হতাম।
-সুগার টি