আমার অপছন্দ জুড়ে আছে কারোর অনুপস্থিতি অনুভব করা।
অপরিচিত কেউ অযাচিত ভাবে প্রবেশ করে,
সেই মানুষের অনুপস্থিতি অনুভব করা বা কেউ কিছুক্ষণের জন্য নেই, সেটাও মনে পড়া আমার অপছন্দনীয়।
আমি চাই আমার মন আমার মতো করেই চলবে৷
আমার গোলাম হবে।
যেভাবে ঘোড়ার লাগাম থাকে মালিকের হাতে,
ঠিক তেমনি সে থাকবে লাগামের মধ্যে।
কেন তুমি বোঝো না এই ভোগবাদী দুনিয়ায় সম্পর্ক তো ক্ষনিকের মায়া।
ঠিক যেমন শীতের সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কনা।
অথবা বৃষ্টির ফোটা কচু পাতায় ঝরে পড়া।
যাকেই যে ভালবাসুক কাজ হবে না।
পেলেও পাওয়া হবে না।
কাছে থেকেও থাকা হবে না।
মন বড়ই চঞ্চল, সে যা পায় তা সে চায় না।
যা চায় তা সে পায় না।
পাওয়া না পাওয়া, দেখা না দেখা, কাছে আসা আর নাই বা আসা একই কথা।
পাওয়া হয়ে গেলে মূল্যে থাকে না।
পাওয়া না গেলে আফসোস ছাড়া কিছু থাকে না।
অনুভূতি গুলো ঝরে যায়,
সময় তাঁর সাথে অনুভূতি গুলো কে পাল্টে দেয়।
ভালবাসা কখনোই চিরকাল এক থাকে না।
কারোর অনুপস্থিতি অনুভব করার অর্থ হচ্ছে এই যে, মনের গহীনে সৃষ্টি হয়েছে মরন ফাদ।
যে ফাদে অনন্ত শূন্যতা, হাহাকার, অপ্রয়োজনীয় অনুভূতির বাস।
তুমি মুক্ত করো নিজেকে মরন ফাদ থেকে,
বেঁচে থাকো আনন্দে নিজের হাত ধরে।
-সুগার টি