সবাই খুব ব্যস্ত সহজে হিসাব কষে ফেলায়
মানুষের সাথে কয়েক বছরের কিছু সময় প্রয়োজনে, অপ্রয়োজনে দুই একটা কথা বলেই তারা সহজেই বলে দেয়
তার মতো মানুষই হয় না।
আমিও বলি তার মতো মানুষ হয় না।
সবাই বলে এতো সাক্ষাৎ মহা মানব।
তার মানবিয় শরীরে মানবিক গুনে অসম্ভব বিচ্ছুরণ
যাকে তারা অতিমানব বলছে,
তোমার জীবনে সে ভিলেন ছাড়া আর কিছুই না।
ইবলিশ দর্শন বলাও তোমার কাছে ভুল মনে হবে না।
তবুও।
তবুও তোমার হ্যা তে হ্যা,না তে না মিলানোর মতো মিথ্যে শুর তুলে যাওয়া ছাড়া কোন উপায় নেই।
পয়সার উভয় রুপ একই সাথে দেখা যায় না।
পয়সার উভয় রুপ সবাইকে দেখানোর প্রয়োজনো হয় না।
পয়সা তোমার সম্মুখে কোন রুপে আবির্ভূত হবে
সেটা ভাগ্য ও প্রয়োজনের বিষয়।
তবে এতো সহজে ভালো খারাপ চেনা যায় না এটা জেনে রেখো।
এতো জটিল সময়ে জীবনের কুটিলতার মধ্যে প্রযুক্তির বাড়াবাড়ি রকমের উৎকর্ষে সহজে মানুষ চেনা যায় না।
আমার অট্টহাসি সাথে এটাও শুনে রাখো মানুষ চেনা এতো সহজে হয় না।
লেখক: সুগার টি