বালুকা সদন

নিয়মে-অনিয়মে, কারণে-অকারণে যে সম্পর্ক গুলো আমাদের মাঝে গড়ে ওঠে,
তা সবটাই সত্য বা মিথ্যা মায়া দিয়ে সাজানো।

প্রভাতে যেমন চাঁদের আলো দেখা যায় না,
তেমনি গভীর রাতে আমাদের চেনা যায় না।
প্রকৃতির সাথে যুদ্ধ চলে না, মানুষের সাথে আপস চলে না।
ভাগ্যে নিয়ে কিছুই বলা যায় না।
তবে…পরিবর্তন।

হ্যাঁ, পরিবর্তন আকর্ষিক কিছু নয়।
সহজাত ঔদার্যবোধ নমনীয় ভাবে সঞ্চালিত হয়েই মানুষের মাঝে পরিবর্তন আসে।
কিছু মানুষের মাঝে পরিবর্তন আসে বটে কিন্তু ঔদার্যবোধ আসে না।
আমি ও আমরা সকলেই প্রবলভাবে আকর্ষিত হই এই পরিবর্তনের কাছে।
আমরা সকলেই প্রতিনিয়ত পরিবর্তন করি নিজেকে৷
প্রতি মুহুর্তে করি, প্রতি সেকেন্ডে করি।
সহজাত প্রবৃত্তিতেই করি।
প্রয়োজনে করি, অপ্রয়োজনে করি।

কি হবে যদি তুমি আর আমি পরিবর্তন হয়ে যাই?
কি হবে যদি তোমার চিন্তা গুলো এলোমেলো হয়ে যায়?
যে সুখের আশায় পারি দিলে তেরো নদী,সাত সমুদ্র, গড়েছ নিলয়।
যদি ধ্বসে যায়?

দুনিয়াতে কিছুই স্থায়ী নয়৷
বালুর তীরে বেধে ছিলাম সদন।
ভাঙন আসবে বলে করে ছিলাম নিস্বন।
শুনেনি কেউ, আমাদের সদন ভেসে গেল বালুকায়।
মিলিয়ে গেলো সব, রইলো না কিছুই।

আমাদের অপরিচিত হবার দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর গড়িয়ে এখন চলে অনন্তকাল।
টিকে আছে শুধু মতি
আর মস্তিষ্কের বাড়াবাড়ি।

আকাশ কথা শোনে।
আমার অভিযোগ গুলো এলোমেলো হলেও
সহজ পথেই পৌছে গেছে আকাশে।
সময় শুধু অপেক্ষার।
কখন ভোর হবে।

-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *