বছর, মাস, সপ্তাহ, দিন
এগুলো সময়ে এক এক ধাপের নাম যেখানে মানুষ হারায় নিজেকে, খুঁজে পায় নিজেকে।
প্রতিটি মানুষের চড়াই-উতরাই এর সাক্ষী এরা
হাজারো প্রশ্ন রয়েই গেলো এই সব জটিল ধাপের মাঝে
সে যা বলে ছিল তা ঠিক কতটা মিথ্যা ছিলো?
আমি কি শুধুই আমি ছিলাম নাকি ছিলাম তারো?
ওই যে দূরের গোধূলি মিশে যাচ্ছে আমাকে নিয়ে… সেখানে কি সুখ আছে?
প্রশ্নের জালে ফেলব না।
না! তোমাকে ব্যাস্ত হতে হবে না।
…
…
…
প্রভাতের আকাশ আর বিকেলের গোধূলির সাথে তফাৎ কি জানো?
প্রভাতের প্রথম আলো আমাকে বাঁচার আলো দেয়,
বিকেলে আমি হারিয়ে ফেলি নিজেকে ওই আলো আঁধারের মাঝে।
সকাল বলে, দেখতে আমায় হবেই সেই ছলনায় জিতে গিয়ে সুখী কী করে হয়েছে সে…
আমায় জানতেই হবে প্রকৃতি তাকে কি দিয়েছে আমার থেকে বেশি।
আমি ভেঙে ফেলি সে সব স্মৃতি,যেখানে আমি অবহেলিত তুমি সুখী।
আমার হৃদ স্পন্দন স্পন্দিত হবে আমারই জন্য, সে একান্ত আমার অধিকার। সে অধিকারে খামখা ভাগ বসিয়ে কিছু অযৌক্তিক আচরণের যৌক্তিকতা কি ছিলো তা আমার না জানলেও চলবে।
তবে আমার জানতেই হবে
যেখানে আমি আজ ডিপ্রেশনে রুগী সেখানে তুমি কি করে সফলভাবে সুখী।
যখনি তীব্র রোধের আলো নরম হয়ে আসে, প্রায় নিভে যাবার আগে আলো আঁধারের মাঝে অপ্রয়োজনীয় আফসোসে ধীরে ধীরে গ্রাস করে আমাকে।
আমি খুঁজে পাই সেই অবহেলায় নিজেকে,
চোখ বন্ধ করলে দেখতে পাই সেই মিথ্যা হাসি।
সেই চোখ, সেই মুখ অথচ অনুভুতি গুলো ভিন্ন।
আমি তো…
থাক সে সব কথা।
স্মৃতি হারিয়ে বেঁচে থাকার উপায় নেই
তাই ভালবেসে ফেলেছি এই সময় পরিবর্তনের ধাপকেই।
যা বেঁচে থাকাকেই প্রশ্ন বিদ্ধ করে, সেই স্মৃতি হাতরিয়ে কি লাভ!
তার চেয়ে বরং সকালের উদ্ভাসিত আলো আর গোধূলির আবছায়ার সাথে হারিয়ে যাই, তার আলো আঁধারের মাঝে।
হারিয়ে যাই সেখানে যেখানে আমি থাকব আমারি সাথে।
-সুগার টি