বিভ্রম

গল্পে গল্পে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত।

সকল গল্প জুড়েই ছিল পাওয়া না পাওয়া, দেখা না দেখা, পছন্দ অপছন্দ,

‘ অপেক্ষা’ যা কখনোই আর শেষ হবে না সেসব কথা।

চলে গেছে সময় নিজের মতো করে।

আমি, তুমি, সে কেউ থেমে নেই।

মন ভ্রমণ করছে এদিক থেকে ওদিকে

এপার থেকে ওপরে।

মাইল থেকে কিলোমিটারে।

সারে চার হাজারে।

আমি নেই তার জীবনে, সে নেই আমার জীবনে, তুমি নেই তার জীবনে, কিন্তু সে আছে তোমার জীবনের

গল্পে আক্ষেপে, ভয়ানক কষ্টে, চোখের জলে, অক্ষিবিভ্রমে।

তার জীবনে আছে অন্য কেউ, সকালের ফোন কলে, রাতের শুভ রাত্রিতে, বিছানার অন্য পাশে।

তুমি ভাবছো দিন গুলো যদি অন্যরকম হতো?

যদি সে আমার হতো?

সেসব আর হয় না।

দোয়া, ভালবাসা এগুলো এখন আর আসে না।

যা আসে তা নালিশ, আক্ষেপ।

এগুলো এজন্য নয় যে, আমরা এক সাথে নেই।

এটা এজন্য যে তুমি ইলিউশন, ডিলিউসন,মোহ, ঘোর তৈরি করেছিলে।

এজন্য যে আমি এর পর থেকে আর ভাল নেই।

এজন্য যে আমাকে এখন অনেক ভেবে পা ফেলতে হয়।

এজন্য যে আমি আছি তোমার জীবন নাড়িয়ে দিবে এমন কিছুর অপেক্ষায়।

আমাদের দেখা হবে। হ্যাঁ হবেই।

আমি হাসব। তুমি আক্ষেপ করবে।

হ্যাঁ, এই দিনটি দেখার জন্য হলেও আমাদের বাঁচতে হবে।

মুদ্রারার এপিঠ থেকে ওপিঠে জীবন তোমায় নিয়ে যাবে।

এজন্য হলেও আমাদের বাঁচতে হবে।

– সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *