নক্ষত্র কখনো কাছে আসে না নক্ষত্রের।
চন্দ্র আলোকিত যখন সূর্যের দেখা মিলে।
দেখা হয় প্রতিদিন ও প্রতিরাতেই,
হয় না শুধু কাছে আসা।
তাদের দূরত্ব কখনো দূর হবে না।
তারা কখনো এক হতে পারবে না।
মাঝে মাঝে গ্রহণ লাগে, কখনো বা আমাবস্যা।
জীবন চক্রের এই বৃত্তাকার আবর্তনে তাদের দেখাতো হয় কিন্তু কাছে আসা হয় না।
কল্পনা ও বাস্তবতা বুঝি একেই বলে,
আবেগ দিয়ে তৈরি করা আকর্ষণ কেটে যায় এক নিমিষেই।
কোন এক গোধূলি লগ্নে বৃষ্টির দেখে ভিজতে মনে চায়?
ওখানে এখন শুধু আফসোস আর বেদনা।
ছায়া হয়ে আছে কালকেতু আর তার সখারা।
বিশেষণে বিশেষায়িত হয়ে ভাসছে কেউ,
কেউ বা নিজেকে প্রমাণ করতে লড়ছে খুব।
জীবন যুদ্ধে নেমে পিছু ফেরা যায় না।
তাদের দেখাতো হয় কাছে আসা হয় না।
চন্দ্র জানে সে একাই রাতের আঁধারে আলো নিয়ে আসে সূর্যের হয়ে।
তবুও ভালবাসা হবে না তাদের।
দূর থেকেই চেনা পরিচয়,
নক্ষত্র কখনো কাছে আসে না নক্ষত্রের।
-সুগার টি
🥹