স্রুতিতে অশ্রু

জীবনে কিছু মুহুর্ত জীবন পরিবর্তন চাবিকাঠি হয়।
 জীবনে কিছু মুহুর্ত শুধু মাত্র কিছু মুহুর্ত নয়।
 ঠাট্টা বিদ্রুপের ছলে যতোই ছোট করো,
 সময় কার কখন কেমন ছায়া নিয়ে আসে তা না হয় একটু অপেক্ষা করে দেখো।
 পাঠ্যবইয়ে যা কিছু শেখায়,
 সমাজ যা কিছু শেখায়, 
 জীবন যা কিছু শেখায়,
 পরিবার যা কিছু শেখায়,
 আমরা যা কিছু শিখি, 
 সব মিলিয়ে একটা সময় নিজেকে পরিবর্তন করি।
 একটা সময় মনে হতো নিখুঁত হতে হবে,
 সব কিছু পারতে হবে,
 নিজেকে গ্রহণযোগ্য করতে হবে,
 সবার চোখের মনি হতে হবে।
 কিন্তু মুহুর্তে মুহুর্তে মুল্যবান শিক্ষা যখন মানুষ করলো আমায়।
 আমি বুঝতে পারলাম নিখুঁত বড় বিষয় নয়। 
 ধীরে ধীরে মানুষ এমনিতেই নিখুঁত হয়ে যায়।
 যত বার একি কাজ করি,ততো বারি নতুন কিছু শিখি।
 ভুল গুলো শুধরে নিখুঁত হয়ে উঠি।
 সব কিছু করতে হবে, সব কিছু জানতে হবে,সব কিছু পারতে হবে তবেই তুমি অন্যন্য। 
 এটা মিথ্যে ছাড়া কিছু নয় কিন্তু। 
 যা কিছু তোমাকে টানে তাতে তুমি অন্যন্য। 
 এসবের মাঝে গ্রহনযোগ্যতা খুব টানতো।
 মানুষকে মাথা উঁচু করে নিজের গুনের গুনগান শুনতে ইচ্ছে করতো।
 সত্যি বলছি করতো।
 এখন কাউকে কিছু বলতে মনে চায় না।
 গ্রহণযোগ্যতায় কিছু যায় আসে না। 
 এখন যা কিছুর সাথে হৃদয় যুক্ত হতে চায় তার নাম শান্তি বা প্রশান্তি। 
 মানুষের চোখে নিজেকে উচ্চ স্থানে নেয়ার থেকে নিজের চোখে কিছু একটা হতে পারা বেশি প্রশান্তির।
 প্রতিশোধ নেয়া, শত্রু শত্রু খেলা বাচ্চাদের খেলনা।
 অনেক মানুষ শরীরে বড় হয়ে যায়। 
 মনেতে বাচ্চা থেকে যায়। 
 তারা শত্রু শত্রু খেলে, প্রতিশোধ নিতে বাঁচে।
 দেখিয়ে দিতে চায় সে কি পারে।
 আমি এসবের থেকে বরং নিজেকে সময় দিব।
 নিজের সখের সুখে বিলিন হয়ে যাব।
 আমি আমার অপ্রিয় মানুষের সাথে এক টেবিলে কোল্ড কফি খাব।
 চোখের মাঝে প্রশান্তি নিয়ে,
 ঠোঁটের স্মিত হাসি, হাতে কোল্ড কফি।
 কারণ নিজেকে আমি আমার জন্য গড়ছি।
 নিজের জন্য আমি সব কিছু করছি।
 নিজের জন্য বাঁচে আছি।
 কাউকে কিছু প্রমাণ করে আমার কি হবে?
 প্রমানিত যদি হয়েও যায়,
 আমি কি আমার পুরনো পরিচিত ফিরিয়ে নিতে পারব?
 যা কিছু যায় একে বারেই যায়।
 যা কিছু হারায় একে বারেই হারায়। 
 তাই প্রতিশোধের বিষে বিষাক্ত করো না তোমায়। 
 এটা পোড়াবে তোমাকে, এটা ক্ষয় করবে তোমাকে। 
 লাভের লাভ কিছুই হবে না, খোয়াবে তুমি নিজেকে।
 তার থেকে বরং তার চোখে চোখ রেখে কোল্ড কফিতে চুমুক দেও।
 নিজের জন্য সুখী হয়ে নিজের চোখের স্বপ্ন হও।
 নিজের জন্য বাঁচা সহজ, নিজেকে সময় দেয়া সহজ। 
 অন্যের জন্য অপেক্ষা করা কঠিন, তাদের জন্য পুড়ে মরা কঠিন।
 সত্যি বলছি আমার দিকে তাকাও।
  অপ্রিয় কোন কিছুতে মনোযোগ দেয়ার থেকে নিজের প্রতি মনোযোগী হও।
 সুখ তোমার মাঝেই আছে।
 তোমার মাঝেই সকলে সুখের সন্ধান তুমি পাবে।
 সেদিন তোমার সব হবে।
 -সুগার টি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *