সুখের লাগিয়া

সুখের লাগিয়া  এ ঘর বাঁধিনু
আনলে পুড়িয়া গেল।
অমিয়া-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল ॥
সখি কী মোর করমে লেখি।
শীতল বলিয়া  ও চাঁদ সেবিনু
ভানুর কিরণ দেখি ॥
উচল বলিয়া       অচলে চড়িতে
পড়িনু অগাধ জলে।
লছিমী চাহিতে দারিদ্র্য বেঢ়ল
মাণিক হারানু হেলে ॥
নগর বসালাম  সাগর বাঁধিলাম
মাণিক পাবার আশে।
সাগর শুকাল       মাণিক লুকাল
অভাগীর করম-দোষে ॥
পিয়াস লাগিয়া জলদ সেবিনু
বজর পড়িয়া গেল।
জ্ঞানদাস কহে  কানুর পিরীতি
মরণ অধিক শেল ॥

-জ্ঞানদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *