যা কিছু বলা হয় নি,
যা কিছু চাওয়া হয় নি।
যা কিছু ত্যাগ করেছে।
যা কিছু নিজ ইচ্ছায় পথ হারিয়েছে।
সেখানে আছে আমার সব কিছু।
মিথ্যা মায়া, মিথ্যে দুনিয়া।
অবহেলা, অনাদরে কেটে গেছে হাজার বছর।
আমি নিদ্রাহীন, আমি অশান্ত পৃথিবী।
আমি কি করে ভুলি,
কি করে সহ্য করি।
অসভ্য লোকেরা আছে সুখে।
যা চায় তাই পায় তারা,
কি করে?
আমি কি এতো অপ্রিয়,
এতো অপছন্দের?
উপেক্ষা করে চলে যাওয়া যায় সহজে?
আমার চোখের পানি কেউ মুছে দেয় না,
চিন্তায় আমার ঘুম আসে না।
আমার অংক মেলে না।
আজ অপমানে অপমানিত।
কি করে অপরাধীরা ঘুমায় শান্তিতে?
শাস্তি তারা পায় না।
পাপী তারা না।
পূন্যের জোরে তারা হাত বাড়াতেই পেয়েছে সবই,
শান্তিতে আছে।
চোখে তাদের ঘুম আছে।
জীবনে তাদের ভালো ভবিষ্যৎ আছে।
আমার না আছে মানুষ, না আছে ভবিষ্যৎ।
আমি অভিযোগ, আমি অভিশাপ।
আমার সুখ নেই,
আমার শান্তি নেই,
আমার ঘুম নেই,
আমার তুমি নেই,
আমার সে নেই,
আমার তিনি নেই,
আমাকে কেউ আপন করে নি,
আমাকে কেউ কাছে টানেনি,
আমাকে কেউ চায় নি নিজের করে।
আমি দেখেছি হিসেবের গড়মিল।
আমি দেখেছি আসামীদের বিজয়ী বেশে।
তারা সুখেই আছে।
ভুক্তভোগীরাই আজ আসামী বেশে।
-সুগার টি