জীবনের শুভ্রতা কোথায় হারালো,
আমার সুনীল কার হয়ে গেলো,
আজ এই অবেলায় রয়েছি অবহেলায়।
ঝড়ে যাওয়া পাতারা আজ অপ্রয়োজনীয়।
অপ্রকাশিত সেই অনুভুতি গুলো আজ অপ্রয়োজনীয়।
অপ্রয়োজনীয় সেই সব কথা যা কিছু ছিল গুরুত্বপূর্ণ।
আমার আকাশ আজ স্মৃতি।
আমার আকাশ দেখা আজ স্মৃতি।
আঙুল গুলো স্পর্শ করে না আকাশের নীল।
বেদনার রঙ হয়েছে নাকি নীল।
ছুয়ে যাওয়া সেই নীল,
আজ অবেলার গল্প।
আজ অবহেলার গল্প।
শুধু আকাশের নীল চিন্তাশীল।
আলাদা করা যায় না অশ্রু দিয়ে আঁকা সেই স্মৃতি।
আলাদা করা যায় না ভালবাসা নাকি মরীচিকা প্রীতি।
আফসোস যদিও হয়,
তবে ছুয়ে কেন দেখলে ডিসেম্বরের শীত।
কষ্ট যদি হবে তবে দিয়ে কেন ছিলে বেদনার নীল?
সেই আকাশ ডিসেম্বরের শীতে লিখেছিলো হারিয়ে যাওয়ার গল্প।
সেই শীত ছিলো তুষারে হারিয়ে যাওয়া নীলের গল্প।
অন্য রকম করে দিয়েছো সব কিছু।
পরাধীনতার শিকল জুড়ে ছিলো অন্য রকম গল্প।
তুমি আমি বাস করেছি কালো মেঘে হারিয়ে যাওয়া দিনে।
নীল হারিয়েছে অন্ধকারে।
পরাধীন হয়েছে আমাদের সব কিছু।
রঙ হয়েছে ভিন্ন।
তবুও ভালো, সে নিয়ে ছিল একান্ত বাধ্যগত ব্যাক্তিগত সিদ্ধান্ত।
না হারালে বুঝা যেতো না অনেক কিছু।
না আছে অভিশাপ, না আছে অভিযোগ, না আছে প্রার্থনা, না আছে অভ্যর্থনা।
সে প্রশ্ন করে অভিশাপের মুক্তি কোথায়?
আমাকে অভিশাপ অভিযোগ দিতে হবে কেন কিছুর?
প্রকৃতি কি অন্ধ?
-সুগার টি