জীবনের কোন কোন মূহুর্তে আড়ালে থাকা ভালবাসা ভুলে থাকা যায় না। চোখ খুলে হাজার পাওয়া না পাওয়ার হিসেবে কিছু একটা মারাত্মক আঘাত করে। মাঝে মাঝে সব পেয়েও একটা না পাওয়া সব পাওয়াকে বেমানান করে ফেলে। হাতে হাত রাখা হয় নি, চোখে চোখ? না তাও রাখা হয় নি। তবুও মায়া, অসম্ভব সেই বাধন, যা সাধন হয়নি, হবে না আর কোন দিন। অসম্ভব ব্যস্ততা, অপরিচিত মানুষের বন্ধু হয়ে ওঠা। কোন রকমে ব্যস্ততার মধ্যে দিন পার হলেও মাঝে মাঝেই এক মূহুর্তের জন্য হঠাৎ করে অতীতে ফিরে যাওয়া। ভীষণ অভাবে হাত বাড়িয়ে দেই ভবিষ্যতে। অসম্ভব ব্যস্ততার মধ্যে সুন্দর এক ভবিষ্যতের অনিশ্চিত লক্ষ্য ছুটে চলে প্রতিদিন। অংশ গিয়েছে বিভক্ত হয়ে,স্বপ্ন হয়েছে পরিবর্তন। চেনা মানুষ অপরিচিত। চেনা মানুষের অচেনা হওয়া পর্যন্ত আমাদের গল্প ছিলো। আজ পরিচিতি শুধু নামে। জানিনা সত্যি অতীতের গল্পের সিংহভাগ মানুষ গুলো কেমন আছে, কতোটা সুখী, কতটা ঠিক প্রমাণ করতে পেরেছে নিজেদের। সৌজন্যের খাতিরে জানা হয় মানসিক, শারিরীক অবস্থা। যদিও সেখানে শারিরীক অবস্থা জানা যায় সহজে , মানসিক অবস্থা অজানা রয়ে যায় অপরিচিত হয়ে যাওয়ার অপরাধে। ভোর হলো না আমাদের। ভোর হলো না স্বপ্নের। অধরাই রয়ে গেলো। অধরাই রয়ে যাবে অপরিচিত হওয়ার অপরাধে। -সুগার টি