ইন্টেন্সিভকেয়ারে থাকা প্রায় মৃত ঘোষণা প্রাপ্ত হৃদয় পুনোরায় যোগাযোগ স্থাপন করেছে দেহপিঞ্জরের সাথে।
অনুভূতি গুলোর চুল চেরা বিশ্লেষণ করেও আমি খুঁজে পাই নি তাকে।
আমাদের গল্প এক ছিলো না।
আমাদের দুনিয়া এক ছিলো না।
ভাবনা এক ছিলো না।
চাওয়া, পাওয়া, স্বপ্ন এক ছিলো না।
তার সাথে আমার হাজার কথা হলেও ভালবাসা ছিলো না।
আমাদের কোন নাম ছিলো না।
আমরা অথর্ব ভাষায় দক্ষতা দেখিয়েছি।
দেখিয়েছি অপ্রয়োজনীয় সংলাপে সক্রেটিসের মতো দার্শনিকতা।
আমাদের সংসদে প্রস্তাব পাশ করানো নিয়ে করেছি একে অন্যের কঠিন ভাবে বিরোধিতা।
দলের প্রতি অনুগত্যতা দেখিয়ে ভেস্তে দিয়েছে সকল বক্তব্য।
সরকারি দল বা বিরোধী দল ছিলো না কেউই।
নিজের মতোন করে অবস্থান পাল্টেছে,
সময়ে অসময়ে, কারণে অকারণে, যুক্তিতে অযুক্তিতে।
সকল প্রস্তাব নাকচ করেছে নাক উঁচু করে।
ভেস্তে দিয়েছে সব।
আমি পরাজিত, সে জয়ী।
তাই সে বিজয়ী বেশে টোপর হাতে।
আমি সন্নাসী।
-সুগার টি