ভালো মানুষ একটা ইলিউশনস মাত্র।
ইট পাথরের এ শহরের যা কিছু প্রচলিত,
তার ভিতর সব থেকে বিশুদ্ধ প্রচলিত ইলিউশনস ‘ভাল মানুষ’
আমি প্রমাণ করে দিতে পারি
প্রতিটি ভালো মানুষ এক একজন ইলিউশনস মাত্র।
মহা মানবেরা চলে গিয়েছেন বহু দিন আগে।
সূর্যের আলো আঁধারের মিলে চাঁদের হাতে দিয়ে গেছে দ্বায়িত্ব।
চাঁদ কখনো আলোকিত
কখনো বা ঘোর অন্ধকার।
সংজ্ঞাহীন এ জীবনে ইলিউশনস খুব ভয়ংকর।
এমন কি কিছু আছে যা দিয়ে প্রমাণ হবে ভালো মানুষ ইলিউশনস মাত্র।
হ্যাঁ, আছে তো
সময়… সময় একমাত্র মাপন যন্ত্র যা দিয়ে প্রমাণ করে দিব ‘ভাল মানুষ ইলিউশনস মাত্র’।
লেখক: সুগার টি