ভালো থাকুক তারা

জীবনের পরিকল্পনার কোনটাই আমি শেষ পরিনতি দিতে পারি নি।
সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে সবই।
আমার পরিকল্পনা উপরে বসে থাকা সত্তার সাথে মেলেনি।
ভাগ্যর সাথে আমার পরিকল্পনার কোন মিল নেই বলেই আমার ধারণা।
তবুও আমার ভাগ্যের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সুন্দর।
ভাগ্যের দেখানো পথ সুন্দর।
ভাগ্য আমাকে যা দিয়েছে তা সবই সুন্দর।
দিন শেষে মনে হয়, যা পরিকল্পনা করেছিলাম তা কোন ভাবেই ভালো পরিকল্পনা ছিলো না।
ছিলো না বলেই এখন আর তা আমার নিজেরই পছন্দ না।
যাদের দিকে আমি আগ্রহ নিয়ে গিয়েছিলাম
তারা কেউ নিজেদের ভালো প্রমাণ করতে পারেনি।
যাদেরকে ভাগ্য আমায় দিয়েছে,
তারা আমাকে ভুল প্রমাণ করে দিয়ে
অসম্ভব ভালো মানুষের প্রমাণ দিয়েছে।
নাহ! আমি পাপ পুণ্যের হিসেবে ভালো খারাপ হিসেব করছিনা।
আমার কাছে মিজানের দাড়িপাল্লা নেই, আমাকে তা পরিমাপের সূত্র কেউ শিখিয়ে দেয় নি৷
অন্যদের কাছে তারা হয়তো খুব বেশি মুল্যবান না।
কিন্তুর ভাগ্যের দেয়া এই মানুষ গুলো সত্যই সাধারণ ভাবেই অসাধারণ আমার কাছে।
আমরা অসাধারণের দিকে ঝুঁকি,
কিন্তু সাধারণ কয়জন হতে পারে?
কয়েজন মানুষ প্যাঁচানো এই দুনিয়ায় সহজ করে ভাবতে পারে?
কয়জন আপনার কান্নার সামান্য শব্দে ব্যাকুল হয়ে উঠতে পারে?
এই কবিতা সেই সব সহজ মানুষ গুলোর জন্য
যারা খুব সহজে কাছে এসেছিলো আমার।
জানিনা তাদের সাথে কতো দিন পথ চলা হবে, জানিনা কয় দিন তারা আমার ভাগ্যের সাথে থাকবে।
শুধু জানি এই পর্যন্ত থাকার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।
তারা সকলেই আমার কাছে মুল্যবান, সম্মানিত,ভালবাসার, স্নেহের, আদরের।
ভালো থাকুক তারা সময়ে অসময়ে,উজ্জ্বল আলোয়, ঘুটঘুটে অন্ধকারে, প্রজাতির ডানায়, গাছের ছায়ায়, নদীর শীতলতায়।
ভালো থাকুক তারা আমার ভালবাসায়।

-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *