ভারসাম্য

আশা, কাম্যবস্তু লাভের সম্ভাবনায় বিশ্বাস ও তজ্জন্য অপেক্ষা করা; ভরসা করা ; আকাঙ্খা করা; দিক উত্তরাশা করা।
শব্দ গুলো সহজ হয়তো উচ্চারণ করা।
সহজ খুব সহজ অন্যকে উপদেশ দেয়া।
এক দিন, কোন এক দিন, কোন এক সময়ে চেনা এই শব্দ গুলো জীবনের কাছে অচেনা হয়ে যায়।
জীবন থেকে সময়ে, সময় থেকে অনুধাবনের মাঝে একটা পার্থক্য ছিলো।
যে দিন তা পেয়ে গেলাম সহজ শব্দ কঠিন হয়ে গেলো।

আমি খারাপ থাকি না বহু দিন।
পথ হারাই না বহু দিন।
জীবনের পথ আমি চিনে ফেলেছি,
হাসতে আমি শিখে গিয়েছি।
স্বপ্ন দেখা, তার জন্য নিজেকে গড়ে তোলা।
আবেগের মুখে আগুন দিয়ে বেঁচে থাকতে শিখে গিয়েছি।
আমি জানি আমি কি করছি।
আমি জানি আমি কি পারি।
আমি জানি আমি কি পারব।
আশা ভাঙা মন কাচের মতো,
স্বপ্ন দেখা চোখ হার না মানা পথিকের মতো।

অহেতুক বিব্রতকর মানুষের জ্ঞানের সাহায্য অপ্রীতিকর।
যেচে পড়ে অপ্রত্যাশিত জ্ঞান দান অপ্রীতিকর।
আশা হলো সমুদ্রের তীরে বালির ঘর।
ভেসে যায় সমুদ্রেই।
আমার চোখের দৃষ্টি আজ আর ঘোলা নয়।
আমি আজ আশা করি না কিছুই।
আমি আজ স্বপ্ন দেখি।
স্বপ্নের কোন শেষ নেই,
একটি ভাঙে তো হাজারো স্বপ্নে হারানো যাবে নিজেকে।
আশা ভাঙা মন দুঃস্বপ্ন দেখে।

আমার চোখের জল আজ আর মিষ্টি নয়।
আমার সময় আজ আর সহজ নয়।
আমি আজ আর সেই মানুষ নেই যাকে তুমি চিনতে।
আজ আমি অপরাজেয় কষ্টে কাছে।
আজ আমি জানি আমাকে কোথায় থামতে হবে।
আজ আমি আপন পরের হিসেব জানি।
চোখের ছানি কেটে গিয়েছে ১৩৫ বছর আগে।
আজ আর চোখ ঘোলা হয় না।
তবে ভুল আজও হয় কথা বলতে যেয়ে।
আমি জানি আমি কি বলছি,
তবে এ ও জানি বলাটাই অবৈধ নিজের জন্যে।
থামাতে হবে কথা, দেখতে হবে স্বপ্ন,
নিজেকে নিয়ে যেতে হবে সেখানে সেখানে নিজেই নিজের জন্য গর্ব।

তোমার জীবন তোমার জন্য, আমার জীবন আমার জন্য।
একটা জীবন প্রভুর দেয়া উপহার তোমাকে, আমাকে।
এ জীবনের স্বপ্ন হবে নিজেকে নিয়ে।
অন্যের জীবনের অভিযোগ ও অভিশাপ থেকে বাঁচতে হবে নিজেকে।
সামাজিক জীবন সমাজের জন্য করবে স্বাভাবিক ভাবেই।
কিন্তু বাঁচবে নিজের জন্য।
হাসি মুখে সময় দিবে প্রিয় জনকে।
তবে নিজের মুখেও হাসি ফোটাবে গৌরবে।
সব হবে ভারসাম্য রেখে।
নিজের সাথে তার, তার সাথে সময়ের, সময়ের সাথে সমাজের।
ভারসাম্য রাখতে হবে স্বপ্নের সাথে সময়ের।
মন খারাপের সাথে প্রফুল্লতার।
মানুষের সাথে নিজের।
সমাজের সাথে পরিবারের।
ভালবাসার সাথে ঘৃণার।
যত্নের সাথে অযত্নের।
আপনের সাথে পরের।
নিজের সাথে নিজের।
-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *