বিশ্বাস

জীবনে আর যাইহোক কেউকে বা কোন কিছুকে ভবিষ্যৎ হিসেবে বিশ্বাস করবেন না। একটা বিশ্বাস, একটা কথার উলোট পালোট আপনার জীবনকে ধ্বংস করে দিবে। সব মানুষ ভেঙে যাওয়া স্বপ্ন, বিশ্বাস, ইমারতে আবার উঠে নতুন করে শুরু করতে পারে না। যেখানে আপনার বেঁচে থাকা না থাকার প্রশ্ন লুকিয়ে আছে, যেখানে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে সব মানুষ আপনার পাশে থাকবে এমন টা নাও হতে পারে। যাকে সবাই বিশ্বাস করে,ভালো বলে তাদের কথায় সেই মানুষকে কাছে টেনে ভবিষ্যৎ ভেবে নিবেন না। কারণ এই বিশ্বাস ভেঙে গেলে শুরু আপনাকে বিশ্বাস এর মূল্য দিতে হবে তা না, সময় নষ্ট হবে, অন্য মানুষকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপরে বিশ্বাস উঠে যাবে,অমানুষিক কষ্ট হবে ইত্যাদি ইত্যাদি। কথার উপরে বিশ্বাস করবেন না। যে বিষয়ে কথা দিচ্ছে তা কতোটা দ্রুত কাজে রূপ নিচ্ছে তা দেখুন। মিথ্যা বললে তার শুধু পাপ হবে। কিন্তু আপনাকে আপনার সব কিছু দিয়ে বিশ্বাসের মূল্য দিতে হতে পারে।

প্রতারক আপনার আমার মতো মানুষ, খারাপ করার আগ পর্যন্ত ভালো মানুষ। মানুষের কাছে তাদের চাহিদা অনেক। তাদের প্রিয় মানুষের অভাব নেই। আপনাকে ঠকালে, বিশ্বাস ভাঙলে তাকে কোন মূল্য দিতে হবে না। কিন্তু আপনাকে দিতে হবে। নিজের পায়ের নিচের মাটি শক্ত করুন। আপনার স্বপ্ন ভাংতে পারে, আপনার পরিকল্পনার পরিবর্তন আসতে পারে। কিন্তু মানুষের সাথে সম্পর্ক আছে এমন সব স্বপ্নের বিষয়ে সতর্ক হোন আজি। মানুষ পরিবর্তনশীল। মানুষ অমানুষ হতেই পারে। অমানুষ না থাকলে এই শব্দটা পরিচয় লাভ করতো না।

অর্থ কষ্ট, অল্প সময়, কি করবেন, কি ভাবে করবেন, কোথায় যাবেন, কি ভাবে গোছাবেন, কাকে বিশ্বাস করবেন, কি ভাবে করবেন ইত্যাদি ইত্যাদি কতোটা ভয়ানক চিন্তা, তা কখনো ভাবতেই পারবেন না যতক্ষণ টিনের চশমা চোখে দেয়া থাকবে।
আমার সাথে এমনটা হবে না’ এই মিথ্যা কথা নিজেকে বলবেন না। যেকোনো মূহুর্তে যেকোন কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। প্রতারক, বিশ্বাসঘাতক, অমানুষ আপনার উপর দোষ দিয়ে, আপনি এর জন্য দায়ী এমন ভাব করেই আপনাকে ঠকাবে। এরা দেখতে হুবহু মুখস্থ করা ভালো মানুষের মতো।

মানুষের সাথে সাথে নিজের স্বপ্নের ব্যাপারেও সতর্ক হোন। যে স্বপ্ন গুলো একান্ত আপনার, হতে পারে তা আপনার ক্যারিয়ার সম্পর্কিত স্বপ্ন।কিন্তু এই স্বপ্নের ব্যাপারে সতর্ক থাকুন। কারণ স্বপ্ন ভেঙে গেলেও আপনি পথ হারা হবেন। স্বপ্নের ব্যাপারে সব সময় বিকল্প রাখুন। স্বপ্ন এমন রাখুন যা আপনার পায়ের নিচের মাটি শক্ত করবে।ইহলোকের ও পরলোকের উভয় স্থানের পায়ের নিচের মাটি যেন শক্ত থাকে সে ব্যাপারে সতর্ক হোন। সময় খুব অল্প বন্ধুর মতো দেখতে শত্রুদের চিনতে ভুল করলে সমস্যা নেই। কিন্তু তা যেন আপনার ভবিষ্যৎ নষ্ট না করতে পারে সেই বিষয় সতর্ক থাকুন।
-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *