প্রিয় অভিযোগ

সব কবিতায় গল্প থাকে না,
সব গল্প শেষ পরিনতি পায় না,
কবিতারা ছন্দ হারায়,
গল্পরা অজানায় থেকে যায়।
পাওয়া না পাওয়া হিসেবের থেকে ত্রুটি বিচ্যুতির হিসাব বড় হয়ে দাঁড়ায়।

তার নামটাও প্রিয় মনে হয়,
মাঝে মাঝে সেই নামের মানুষদের কেও আপন মনে হয়।
যা কিছু পাওয়া হয় না তার প্রতি ভালবাসা থাকাটা কি অন্যায়?
যা কিছু আমায় ফেলেছে দোটানায় তার দিকে ঝুঁকে যাওয়া কি খুব বড় অন্যায়?

সব সময় একাকিত্ব বোধ হয় কথাটা ঠিক না।
মাঝে মাঝে একা থাকা যায়।
কিন্তু পুষ্প কননে, বাদল দিনে, গোধূলি লগ্নে কেন জানি কাউকে পাশে পেতে মনে চায়।
যাকে আমি চাই, সে আমার হবে না।
যে আমাকে চায়, আমি তার হব না।
এই পাওয়া না পাওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিলো?
এই জটিলতা কি খুব বেশি জটিল ছিলো?
আমি জানিনা।

আমি জানি আমি তার খারাপ চাই না, আমি তার মন্দ ভাগ্যে আশা করি না।
ভাগ্য কি আমার হাতে?
গন্তব্য আমাদের দিকে আমরা তার দিকে।
ভাগ্য থেকে কি মুখ ফেরানো যায়?
ভাগ্যকে কি পরিবর্তন করা যায়?
ভাগ্য যা দিয়েছে তা দু হাত ভরে শুধু গ্রহন করা যায়।

অভিযোগ ভাগ্য নিয়ে নয়।
অভিযোগ সেই সময় কে নিয়েও নয়।
অভিযোগ ভালবাসা নিয়েও নয়।
অভিযোগ তোমার করা অভিনয় নিয়ে,
অভিযোগ সকল অপমানের,
অভিযোগ শুধু তোমাকে নিয়ে।

অভিযোগ গুলো থাক ভালবাসার সাথে।
সময়ে অসময়ে অবসরে যখন ভালবাসা উঁকি দিবে,
অভিযোগ গুলো তোমায় ভুলিয়ে দিবে।
জীবনের জটিলতার বিষাক্ততা কিছুটা কম অনুভব হবে।
তুমি না হয় আমার অভিযোগেই বেঁচে থাকলে।

-সুগার টি

উৎসর্গ: আমার প্রিয় মিউ কে। যার থেকে গল্প নিয়ে লেখা, যার অনুভূতি গুলো অনুভব করে লেখা, তাকে ছাড়া আর কাকে দেয়া যায় এই কবিতা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *