ব্যাক্তিগত জীবন আর সামাজিক জীবন এক না। আমাদের পরিচয়, আমাদের ভাল থাকা, একটা সংসারের ইচ্ছা এসব কিছু আমাদের প্রয়োজন। প্রয়োজন নেই এমন কিছুই আমাদের আসে পাশে নেই৷
কথা বলার আগে প্রশ্ন করতে ভুলে যাই। আমি মাঝে মাঝেই কথা বলার আগে ভুলে যাই কার সাথে কোন বিষয় আলোচনা করছি। আমি ভুলে যাই পরিপক্কতাহীন অপরিপক্ক মানুষের সাথে কথা বলার মাঝে কি ভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে। কথার ভার নেওয়ার মতো বুদ্ধি এবং ইচ্ছা না থাকা অত্যাচার সমতুল্য।
আমার জীবনে ২০২২ এর প্রতিটি মুহুর্ত ছিলো গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহুর্ত ছিলো কিছু আফসোস, কিছু সিদ্ধান্ত, কিছু ভুল শুধরানো আর কিছু অপেক্ষার অবসান। দিন গুলো কঠিন ছিলো। দিন গুলো আজও কঠিন। এগুলো অনুপ্রেরণার বিষয় না। বাহির থেকে দেখতে এ জীবন অনুপ্রেরণাময় হলেও। অভ্যন্তরীণ কোন্দল, ক্ষয়ক্ষতি ভয়াবহ। তাই এভাবে বেঁঁচে থাকাকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরাও অন্যায়। আমি মানুষ চিনেছি তাই বা কম কিসে? হুম,তা ঠিক। বিশাল শিক্ষা ও নির্ভুল শিক্ষা৷ কিন্তু এই শিক্ষার প্রয়োজনই হতো না যদি বিশ্বাস ভেঙে ফেলা, কষ্ট দেওয়ার মানুষ না থাকতো। উপকার হয়েছে বলতে মানুষের উপর থেকে বিশ্বাস চলে গিয়েছে । বিষয় টা উত্তম কিছু না।
মনে দাগ ফেলে দেওয়া শিক্ষা গুলো কতো রাত ঘুমাতে দেয় নি, কতো রাত কাঁদিয়েছে তা না হয় অজানা থাকুক। কিন্তু ভালো মানুষের রূপে নেকড়ে, ঠিক যেনো ১০০ ভেড়ার মধ্যে একটা নেকড়ের সমতুল্য। সব ছিন্নবিচ্ছিন্ন করে দিতে প্রস্তুত। অথচ তারা সুখী মানুষ। যা কিছু চায় সব পায়। সব ঠিক হয়ে যায় তাদের জীবনে। তারা পোড়েনা,তারা পোড়ায়। বিশ্বাস করুন আপনার বিপদে সবার আগে মরীচিকাময় মানুষ আগে হারাবে। এটা নিলজ্জ বেহায়াদের কাজ।কিন্তু আপনি এদের পাশে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন বহুদিন ধরে। যখন বিপদে পরবেন এই মানুষ গুলোর হাত খুঁজবেন, পাশে আছি এমন একটা বাক্য শোনার জন্য আপনার কান খাড়া হয়ে থাকবে। কিন্তু তখন তারা শীতনিদ্রায় থাকবে। কোথাও তাদের চিহ্ন পর্যন্ত পাবেন না। মানুষ গুলো অমানুষ হলেও দেখতে হুবহু মানুষের মতো। অন্যের জীবনের কোন মুল্য নেই এদের জীবনে। সহমর্মিতা প্রকাশ করার মতো ভদ্রতা এরা জানেনা। শয়তান আপনাকে বেহেশত করে দিলেও তাতে আগুন পাবেন, মরীচিকা পাবেন, সুখ পাবেন না, সান্তনা পাবেন না। এদের থেকে সহনশীলতা, সহানুভূতি, সহমর্মিতা পাবেন না। জ্ঞান দিবে। দোয়া দিবে। ভুল ধরবে। অহংকার দেখাবে। তবুও মানুষ হবে না।
এরা শয়তানের থেকেও ভয়ংকর। এরা মানুষ না। এরা অন্যকিছু যা ভালো মানুষের আড়ালে চোখে ধুলো দিয়ে বেড়ায়। অন্যের পরিবারের চরম বিপদে এরা গা বাচিঁয়ে চলে। তবুও এদের জীবনে কোন সমস্যা হবে না। এরা হাত বাড়ালেই সব পাবে। সাবধান সব ধরনের মানুষ থেকে। কুকুরের কামড়ের প্রতিষেধক আছে। কিন্তু মানুষের কামড় দেখা যায় না। প্রতিষেধক দেয়ার উপায় নেই। এ কামড়ে বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। মনের মাঝে গভীর ক্ষত করে দিয়ে যায়।
বেঁচে থাকুন নিজের মতো করে। বেঁচে থাকুন বিশ্বাস করার মতো কাজ করে যারা, তাদের সাথে, বেঁচে থাকুন পরিবারের সাথে। খেয়াল করুন অন্যের বিপদে কারা গা বাচিঁয়ে চলে, পরামর্শ দেয়ার সময় পরামর্শ দেয়ার নামে এক্কা দোক্কার কথা বলে কেটে পরে। অহংকারী রাগী মানুষের থেকে দূরে থাকুন। লোভী মানুষের থেকে দূরে থাকুন। কথা দিলে তা রাখতে দেরি করে,এমন মানুষের উপর কোন প্রকার প্রত্যাশা রাখবেন না। বিপদে মুখ লুকিয়ে থাকা মানুষের সাথে বুঝে শুনে কথা বলুন। যে আপনার বিপদে একটা ফোন কল দিয়ে আপনার পাশে দাঁড়াতে পারে না। তারা মানুষ নয়, তারা শয়তানের থেকেও অধম বা শয়তানের মতোই অধম।
-সুগার টি

🫂