ইদানীং Anthropology বিদ্যা অর্জন করার সাধ হচ্ছে বারবার।
এখানে পড়লে কি বোঝা যাবে মানবের মানবীয় বৈশিষ্ট্যে বা রহশ্য?
অবশ্য কিছু রহস্য থাকা ভালো,
ঠিক যেমন কিছু সমস্যা থাকা ভালো।
কিছু সমস্যা ফেলে রাখতে হয় যেন অপ্রয়োজনীয় কিছু,
যে সমস্যা সমাধান না করলেই নয় এবং ভাগ্যের বিশেষ কোন ভুমিকা সেখানে নেই,
আমার মতে সেসব সমস্যা সমাধান করাই ভালো।
কারণ একটা একটা সমস্যা সমাধান করতে করতে অকল্পনীয় গতিতে কেটে যাবে এই একটা জীবন।
পরকালের জন্য নিয়ে যাব শেষ না হওয়া আফসোস।
কি দরকার এতো কিছুর?
কি হবে সব সমাধান করে?
কিছু পেতেই হবে আর কাউকে পেতেই হবে
এসব করে দেখাই হলো না জীবনের সৌন্দর্য কে।
কিছু পাওয়ার আশা আর কাউকে পাওয়ার আশার সাথে থাকুক না কিছু সাধ নিজের জন্যও।
কি হবে যদি সব স্বপ্নের সাথে নিজের নিজস্ব কিছু ভাললাগা নিয়ে স্বপ্ন থাকে?
সব কিছুর সাথে দৃষ্টিতে দৃশ্যমান থাকুক নিজের নিজস্ব প্রয়োজনটুকু।
নিজের জন্য বেঁচে থাকার ইচ্ছে গুলো ভুলিয়ে দিক জীবনে করা আফসোসময় সেসব ভুল গুলো।
ভুলিয়ে দিক সেসব না পাওয়া বেদনা,
হিসেব না মেলা সেই দিবা রাত্রি গুলো।
ভুলিয়ে দিক সমস্যা গুলো।
পাহাড়ের চূড়ায় বা সাগরের উত্তল ঢেউয়ে দু হাত মেলে দিয়ে নিজেকে আলিঙ্গন করে ভুলে যাই পুরোনো স্মৃতি গুলো।
নিজেকে নিয়ে হারিয়ে যাই সেই স্বপ্ন গুলোয় যেখানে নিজের জীবনের সৌন্দর্যকে দেখা যাবে নতুন করে।
-সুগার টি