নারী ও আমরা

নারীর মুক্তি নিয়ে যুক্তি আমি দেব না,
নারীকে আমি বুঝি না।
শুধু একটি বিষয় যা অক্ষিপটে অরক্ষিত ভাবে প্রয়োজনের তুলনায় বেশি লক্ষনীয় হচ্ছে দিনে দিনে।
তা হলো বর্তমানের নারীরা হয় রাধা, নয়তো রুক্মিণী অথবা কাদম্বরী দেবীর জীবন উপভোগ করেছে।
অথবা করতে বাধ্য হচ্ছে।
আস্তিক, নাস্তিক, প্রগতিশীল, অপ্রগতিশীল সমাজের করুণ অবস্থা অকপটে অস্বীকার করছে সবই।

ভালবাসার নামে মরন জালে জড়িয়ে ফেলছে নিজেকে।
আমি দেবদাস বা মঞ্জুকে গল্পের কল্পনায় দেখেছি।
বাস্তবে দেখেনি তেমন কাউকে।
বউ মরিলে কান্দিবে কখন?
নতুন বউয়ের সন্ধান চলে
সমুদায় শক্ত কাজে লাগিয়ে।
বউ ছাড়া নাকি বেঁচে থাকা কঠিন।
‘যাহা চলিয়া গিয়াছে বাস্তবতা বলিয়া মানিয়া লওয়াই উত্তম’-
এমন অকাট্য যুক্তি প্রায় সকল পুরুষের।
এখানে নেই কোন ভেদাভেদ জাতি বা সত্তাগত।
সকলেই জানায় সহমত কোন প্রকার ইতোস্ততা বালাই ছাড়াই।
-সুগার টি

One thought on “নারী ও আমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *