নাগাল

সম্মানের অসম্মান কি জানেন? যখন মানুষ ভুলে যায় যা কিছু আজ আছে তা কাল থাকবে না। মানুষ ভুলে যায়। অনেক কিছু ভুলে যায়। কিন্তু অমানুষ হয়ে যাওয়া উচিত নয়৷ সময় যাচ্ছে। বেঁচে অনেকে আছে, অনেকেই আজ গাছহীন লড়াই করছে। আমরা সবাই লড়াই করছি। ভেঙে দেয়া দিন গুলো, এলোমেলো করে দেওয়া দিনগুলোতে টিকে থাকা মানুষ গুলো ফিরবে। সময়ের অপেক্ষা শুধু।

সবাই ভালো চায়, নিজের অবস্থার পরিবর্তন হলে ভুলে যায় সেই মানুষ গুলোর কথা যাদের আর যাইহোক বিশ্বাস করা যায়। নিঃস্বার্থ ভাবে ভালবেসে ছিলো। হাজার হাজার তারার মাঝে আমরা চাঁদকে হারিয়ে ফেলি। অন্ধকার রাতে হাজার তারার ঝিলিমিলি আলোতে চোখ ঘুলিয়ে যায়। বিশ্বাস পরাজিত হয়। কথা শুধু অতীতের স্মৃতি হয়ে যায়।

পাশে থাকা মানে এই না যে যোগাযোগ করে অবস্থা জানা। পাশে থাকা মানে যেটুকু দ্বায়িত্ব তখন নেয়া যায় তা নেয়া। যা করলে অবস্থার উন্নতি হতে পারে তা করা৷ পাশে থাকা মানে দূরে যেতে না দেয়া। কোন কারণ না দেয়া কষ্ট হওয়ার। বিশ্বাস করবেন না মুখে যারা বলে পাশে আছি। বছর পার হলেও তারা পাশে থাকবে এসব কথা প্রতারকের জন্য নিত্তনৈমিত্তিক ঘটনা। তাদের কিছু যায় আসে না আপনার বর্তমানে কি কষ্ট হচ্ছে , সেই মুহুর্তেই তাদের থাকা উচিত থাকার মতো করে,কিন্তু সে বা তারা সেটা করছে না। বিশ্বাস করবেন না যতো ফেরেশতা মতো মানুষ হোক, বিশ্বাস করবেন না। মুখে সুন্দর বলা বা অসুন্দর ,চেহারায় সুন্দরের নূর বা নূরহীন প্রতারকের পরিচয় হতে পারে না। যেকোন মানুষ পরিবর্তন হতে পারে।আপনার মাথার উপরের আকাশকে কখনো একই রূপে পাবেন না।মানুষের মন আকাশের মতো। যা সে প্রতিদিন দেখে তা থেকে ভালো খারাপ উভয় শিক্ষাই নিতে পারে। আপনার পাশে থাকার জন্য সেই মানুষগুলোর শুধু ইচ্ছে থাকা প্রয়োজন। যার ইচ্ছে থাকে, সে যখন প্রয়োজন তখন প্রশ্ন ছাড়াই পাশে থাকে। অপেক্ষা করায় না,বলে না ‘আমি জানিনা কখন আমি করতে পারব, তবে আমি চেষ্টা করছি বা করব’।

কথা বলা, গা বাঁচিয়ে চলা খুব সহজ। অমানুষ দের জন্য চোখের জলে গাল ভিজে যাবে,বুক ভিজে যাবে। চোখ লাল হবে। নিচের ঠোঁট কামড়ে ধরে উচ্চ স্বর রোধ করা যাবে। ঠোঁটে কত অজস্র ফাটল হবে। সহ্য করা ছাড়া কিছুই করতে পারবেন না। কষ্ট থেকে যায়। মানুষ বেঁচে থাকে। কিন্তু কষ্ট গুলো তার সাথে বাসা বেধে ভবিষ্যৎ দেখে। নিজের কষ্টের জীবনকে কখনোই অন্যের জন্য অনুপ্রেরণা মনে করবেন না। মানুষের কষ্ট এর কারণ হবে না। বড় ধরনের কষ্ট দেয়া মানুষ গুলো অভিশপ্ত৷ তাদের খাতায় নাম উঠাবেন না। ক্ষনিকের সুখ পাবেন। পাশে অনুগত মানুষ পাবেন। কিন্তু অভিশাপ আজ হোক বা কাল ধ্বংস নিয়ে আসবেই।

জ্ঞান দিচ্ছি বিষয় গুলো এমন নয়। জীবন আপনাকে শিক্ষা দিবেই। আজ বা কাল। যেকোন ভাবে আপনি শিক্ষা নিতে পারেন। হয় আপনাকে জীবন আঘাত দিয়ে শেখাবে। নয় তো অন্যের থেকে শিক্ষা নিয়ে সাবধান হতে হবে। কিন্তু শিখতে হবে। বুদ্ধিমান কারা জানেন? যারা পরিস্থিতি থেকে শিক্ষা নেয়। জিনিয়াস কারা জানেন? যারা অন্যের পরিস্থিতি থেকে শিক্ষা নেয়। বুদ্ধিমান বা জিনিয়াসরা বলে না ‘এমন টা আমার সাথে হবে না’।
অনেকের আকাশ আজ মেঘে ঢেকে গিয়িছে। কিন্তু অন্য কোথাও খুব দূর সেই আকাশ নীল।একই দুনিয়ায় এতো পার্থক্য, এক স্থানে এতো অন্ধকার আর অন্য কোথাও এতো আলো। যেখানে সামান্য একটু আলোর জন্য আমাদের ২৪ ঘন্টা যুদ্ধ করতে হচ্ছে। সেখানে কোন কষ্ট না করেই আকাশ পরিষ্কার আলো দিচ্ছে। অপরাধ। বড় অপরাধ।


-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *