নন্দিত নিন্দা

কেমন করে দিন গুলো যাচ্ছে,
কেন যাচ্ছে?
অনেক কথার কোন উত্তর হয় না।
প্রয়োজন বা অপ্রয়োজন খুব একটা বোঝা যায় না।
বিশ্বাস যাকে করা যায় না,
তার সাথে ঘনিষ্ঠতা আপেক্ষিক,
তা আমার জানা।
কেমন করে দিন গুলো যাচ্ছে,
কেন যাচ্ছে?
তা আমার অজানা।
এভাবেই কি কেটে যাবে সব?
আমার কতোটা কষ্ট হয় যখন আমাকে লুকিয়ে থাকতে হয়।
সে কষ্ট পরিবারের কাছেও অজানা।
এই কষ্ট গুলো যারা দিচ্ছে তারা কি আমার নিঃশ্বাস থেকে বেঁচে যাবে এতো সহজে?
আজ আর বাধা মানছে না।
সকল বিষয় সীমা ছাড়িয়েছে।
সকল কিছুর আমি হিসাব চাই, প্রশ্ন না তুলেই।
তাদের জীবনের সব থেকে প্রিয় স্থানে আঘাত লাগুক,
যেভাবে আমাকে আঘাত দিয়েছে, অপমান করেছে।
মাথা নিচু হয়ে যাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলুক।
অপমানে মাথা তোলার সাহস হারিয়ে ফেলুক।
বিশ্বাসে আঘাত আসুক।
সম্মানে আঘাত আসুক।
চোখেরজল রাস্তা ভুলে যাক।
কঠিন হয়ে যাক সময় তাদেরো যাদের জন্য আজ আমার ও আমাদের সময় কঠিন হয়েছে।
অভিশাপ এগুলো?
এগুলোকে তোমরা অভিশাপ বলছো?
না না, এগুলো অভিশাপ না।
এগুলো তাদের কর্মফলের দোয়া।
একটা জীবন অমানুষ হয়ে শেষ করে দিবে।
মানুষ হবে না?
একেমন জীবন যে জীবনে অন্যের মানে দাম নেই।
অন্যের কষ্টের কারণ হতে দুই বার ভাবে নি।
এগুলো সকল অন্যায়ের প্রতিদানের আকাঙ্ক্ষা।
এগুলো তা যা কখনো চিন্তা করতে পারে না অসৎ লোকেরা।
একটা জীবন যারা মানুষ রূপে অমানুষ হয়ে কাটিয়ে দিয়েছে।
তাদের প্রতিদিন হোক অপমানের ও কষ্টের।
আমার পায়ের নীচের মাটি নরম করতে যে যে মানুষের কর্ম জড়িয়ে আছে,
তাদের পায়ের নীচের মাটি নাই হয়ে যাক।
প্রতি ফোটা চোখের পানির, অপমানের,কষ্টে হিসেব হোক কঠিন ভাবে।
জাহান্নামে আগুনের মতো কালো হয়ে যাক সময় তাদের।
আমার বিশ্বাস যারা ভেঙেছে, ছোট যারা করেছে।
আমার সামনে তাদের নিয়ে আসা হোক বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়া অবস্থায়,
ছোট হয়ে যাওয়া মন আর সম্মান নিয়ে তাদের দাঁড়াতে হোক মাথা নিচু করে।
কোন এক দিন আসবে সে দিন।
কোন এক দিন আসবে সে দিন।
হাসব আমি, কাঁদবে তুমি।
ঠিক একদিন আসবে।
মনে রাখ বা না রাখ,
জানো বা না জানো।
একদিন জাহান্নামে আগুনের রঙ ধরে আসবে সময়।
আসতে তাকে হবেই।
-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *