দৃষ্টি

চোখের দৃষ্টি ক্ষমতা হ্রাস পাওয়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ দৃশ্যপটে দৃশ্যমান হবার ক্ষমতা বেড়ে গিয়েছে।
আমি চাই বা না চাই আমার দৃষ্টির সীমানার মধ্যে সুশ্রী অথবা দৃষ্টিকটু সবকিছুই আমি দেখতে পাই।

আমার দৃষ্টিতে মতামত ঠিক না ভুল সেটা মুল বিষয় নয়,
সর্ব স্থানে নিজস্ব মতামত রাখা বা প্রকাশ করাই নিজেকে সস্তা বানানোর প্রথম হাতিয়ার হিসেবেই দৃশ্যমান।
চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো শুনে যাওয়া অথবা শুনার অভিনয় করা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।

আমি মানব জাতির ভালো চেয়ে এক দিস্তা বক্তব্য লেখার পরে অনুভব করলাম মানব জাতিকে তার চলার পথে অযাচিত কোন প্রকার সাহায্য করাই বোকামি।
সহায়তা প্রদান করা উচিৎ তাকে যে সহায়তা চায়।
অথবা যে বুঝতে পারে৷
অবুঝ মানবজাতির ব্যাপারে সতর্ক হয়েই পথ চলা ভালো।
প্রতিটি মানুষ তার নিজস্ব যাত্রা অতিক্রম করে।
নিজস্ব ভাবেই সহজ করে পথ,
শুরু করে নতুন পথের যাত্রা।
প্রথম পথের শিক্ষা পরবর্তী পথের পাথেয়।
তবে সত্য কথা হলো এই,
বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভাবে এই পথে এই জিনিস গুলো হলেই আমার জীবনে সকল সমস্যা সমাধান হয়ে যেতো।
আমি এই এই অভাব দূর করে ফেলতাম।
এসব হাস্যকর কথা ও অবাস্তব কল্পনা মাত্র।

-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *