ট্রমাটাইজড

জীবনে চলার পথে আনন্দ থেকে নিরানন্দের যাত্রাটা খুব একটা সহজ হয় না।
আমি তা জানি।
কিছু অকল্পনীয় গতিতে মানুষ এসে মানবতার বুলি আউড়ানোর সাথে সাথে অপর পক্ষে থাকা মানুষকে ট্রমাটাইজড করে দেয়া, এ যেন মানব সভ্যতার অকল্পনীয় অগ্রগতি।
যা আমাকে মুগ্ধ করেছে বার বার।
হাজার বার কিংবা এমন কোন সংখ্যা যার পরে আর কোন সংখ্যা গননা করা যায় না।
আমি আজও বুঝি না কেন মানুষ সহজ বিষয় কে দুর্বোধ্য করে দেয়।
হরহামেশাই জীবন ভিন্নতা অভিন্নতা উভয়ই নিয়ে আসবে।
আসবে নতুনত্ব ও একঘেয়েমিতা।
এখানে অবাক হবার তো কিছু নাই।
আফসোস করার কিছু নেই, দমে যাব কিছু নেই।
কিন্তু কাউকে ট্রমাটাইজড করে দেয়া?
একেমন অযাচিত অশোভনীয় সংজ্ঞাহীন চেতনা?
তুমি তোমার, পুরোটাই তোমার, একটা মাত্র জীবন তোমার। তুমি অমুল্য, অতুলনীয়, অত্যন্ত আকর্ষণীয়, আকাঙ্ক্ষিত।
তাই অপর পক্ষ হয়ে গেল অপরিচিত, মূল্যহীন, তুলনীয়, অনাকাঙ্ক্ষিত, বিকর্ষণীয়, অপ্রয়োজনীয়।
তাকে ট্রমাটাইজড করে দেয়া প্রশংসনীয়।
এ হচ্ছে উত্তম শিক্ষা, অতি উচ্চ বোধ ও চেতনা।
নীরবে এরা শেষ করে দেয় সভ্যতা, গড়ে তোলে এক অসভ্যর রাজ্য।

জট পাকানো জীবন তাদের জন্য নয়।
তারা আবার পায় সব কিছু খুব সহজে,
গুনে গুনে হিসাব করে গ্রহণ করে কাউকে।
ব্যাস্ত হয়ে যায় আবার কাউকে ট্রমাটাইজড করতে।
এরা চায় এক দল মুগ্ধ মুখ তাদের আসে পাশে থাকুক।
তাদের সফলতা, জ্ঞানের পরিধি, প্রশংসনীয় কেরিয়ারের গল্প শুনুক।
অহংকার, দাম্ভিকতা আর বিনয়ী, ভদ্রতার মধ্যে পার্থক্য এরা বোঝে না।
তাদের এই মুগ্ধতার প্রতি এতো লোভ যে, তারা এরজন্য কাউকে ট্রমাটাইজড করতেও ছাড়ে না।
বুক ফুলিয়ে বলতেও তাদের বাধে না তারা শেষ করে দিচ্ছে এক সভ্যতা।

পায়োধি জুড়েও মুগ্ধতা আছে।
তার মাঝে বিনয়ীতা আছে।
আছে প্রশংসনীয় সৌন্দর্য।
তোমার আছে মিথ্যা জ্ঞান, অপরিপক্ক আচারণ আর আছে দাম্ভিকতা।
শুনেছি এরাই নাকি স্বপ্ন দেখে,
শুনেছি এরাই নাকি দেশ ও জাতির জন্য নিয়ে আসবে অপার সম্ভাবনা।
সে আশায় গুড়ে বালি।
তাদের স্বপ্ন শুধু এমন কিছু কাজ করা, যা দিয়ে ক্রয় করা যাবে কিছু মুগ্ধ মুখ আর কিছু প্রশংসার বানী ‘তার মতো মানুষ হয় না, সাক্ষাৎ জান্নাতি’।

-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *