চণ্ডীদাস ও বিদ্যাপতি

সই! কেমনে ধরিব হিয়া?
আমার বঁধুয়া,                      আন বাড়ি যায়,
আমার আঙিনা দিয়া!
সে বঁধু কালিয়া,                      না চায় ফিরিয়া,
এমতি করিল কে?
আমার অন্তর,                      যেমন করিছে,
তেমতি হউক সে।।
যাহার লাগিয়া,                      সব তেয়াগিনু,
লোকে অপযশ কয়।
সেই গুণ নিধি,                      ছাড়িয়া পিরীতি,
আর জানি কার হয়?
আপনা আপনি,                      মন বুঝাইতে,
পরতীত নাহি হয়।
পরের পরাণ,                      হরণ করিলে,
কাহার পরাণে সয়?
যুবতী হইয়া,                      শ্যাম ভাঙাইয়া,
এমতি করিল কে?
আমার পরাণ,                      যে মতি করিছে,
সে মতি হউক সে।।
কহে চণ্ডীদাস,                      করহ বিশ্বাস,
যে শুনি উত্তম মুখে।
কেবা কোথা ভাল,                      আছয়ে সুন্দরী,
দিয়া পরমনে দুখে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *