ভিন্ন ভিন্ন গল্প,ভিন্ন ভিন্ন নামে। সকল ভিন্নতার মাঝে দু'জনের দৃষ্টিকোন থাকে। ভিন্ন দৃষ্টিকোন দিয়ে ভিন্নভাবে নির্মিত হয়েছে ভিন্ন ভিন্ন গল্প। সকল গল্পের শেষ পরিনতি এক। অনুভূতি এক। গল্প ভিন্ন হলেও আজো দু'জনের মাঝে তৈরি হয় অন্যরকম কিছু। দুজনেই অনুভব করে দুজনের শূন্যতা, তবুও দুজনেই সাধারণ ভাবে যেতে দিচ্ছে দিন। দুজনের বর্তমানে এখন অন্যরকম ব্যাস্ততা, অন্য রকম চাওয়া পাওয়া। কথা বলার সময় নেই, অনুভূতি গুলো দুজনের জন্য অচেনা। আজ তাদের সত্যিকারের অনুভূতি একজন অন্যজনকে বলতে মানা। আজ তাদের মাঝে এক মহাজাগত দূরত্ব। আজ তারা একে অন্যের জন্য চেনা তবুও অচেনা। অন্যের জন্য উদাহরণ তারা, তবুও নিজেদের জন্য কিছুই না তারা। হয়ে যাওয়া ভুল ঠিক করতে অক্ষম, অন্যদের শূন্যতা দূর করতে সক্ষম হলেও নিজেদের শূন্যতা ভুলিয়ে দিতে অক্ষম। তারা আজো ভাবে রোজ, তারা আজো রোজ সমীকরণের সমাধান খোঁজে। তবুও আজো সেসব ভাবনা অপূর্ণ থেকে যায়, সেসব সমীকরণ অসম্পূর্ণ থাকে যায়। সময় পেলেই তারা রোজ অতীতে যায়। যা মূল্যবান তা বর্তমানে হারিয়েছে, কিন্তু অতীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে আছে। তাই তারা বর্তমানের থেকে মনের মাঝে অতীতে বেশি বাঁচে। সময় যা দেয়া নেয়া হয়েছে ঠিকঠাক ভাবে, সেই সময় আজো রোজ হেসে ওঠে, বর্তমানের চোখে অশ্রু দিয়ে, আজো সে বেঁচে আছে। গল্প ভিন্ন হতে দেয়া ঠিক হয়েছে কি হয় নি, সে তর্কের থেকেও তারা দু'জনেই যে আজ শূন্য, সে গল্প বেশি গুরুত্বপূর্ণ। অচেনা অজানা মানুষের কাছে আকাশ তুলে দিয়েছে নিজেরই অজান্তে। নাম অজানা সেই সত্তা কী জানে আকাশ কখন একা অনুভব করে? সে কী জানে আমার আকাশ কিসে হেসে ওঠে? আমার আকাশের মাঝে মাঝে খবরদারির দরকার পরে? সে কী জানে আমার আকাশের কিসে ভালো লাগে? সে কী আমার আকাশকে আমার মতোই ভালবাসে? নাকি যোগ্যতার মাপে মেপেই তার কাছে আছে? মেপে ভালবাসায় হয়তো দোষ নেই। তবুও তার জানা প্রয়োজন এই আকাশ বিপদ ভালবাসে, এ আকাশ বিদ্রোহী। এ আকাশ কারো বশে আসে না। এ আকাশ সাধারণ কেউ না। এ আকাশ বড় হবে, আরো বিদ্রোহী হবে। এ আকাশ অন্যরকম। এ আকাশ বিপদ ভালবাসে। এ আকাশের নিজের মাঝে অনেক কিছুর পরিকল্পনা চলে। যদি এ আকাশ নিজে না বলে, তবে তাকে বোঝা বা জানা অসম্ভব। যা কিছু অনুমান করে বুঝা যায় তা এ আকাশের জন্য নয়। আকাশ বড্ড রহস্য ভালবাসে। এ আকাশ লুকিয়ে থাকে নিজের মাঝে। এ আকাশ নিয়ে লেখা যাবে হাজার হাজার কবিতা, গল্প, উপন্যাস। তবুও এ আকাশ অজানা রয়ে যাবে। যা সে করে ছিলো তার লাল সূর্যের জন্য, তা করবে না সে আর কারোর জন্য। আজ ভয় হয় খুব আমার আকাশকে নিয়ে। যদিও এগুলো বলা এখন ভুল, তবুও কেন যেন আমার মনের মাঝে এগুলো নির্লজ্জ ভাবে চলে আসে। আজ বলতে খুব খারাপ লাগে, গল্প আলাদা, তবুও মনের মাঝে খুব গোপনে স্মৃতিতে আকাশকে এক সূর্যের সাথে দেখতে ভালো লাগে খুব। -সুগার টি