খবর হলো এই আমি বেঁচে আছি
তুমিও বেঁচে আছ,
খবর হলো এই দূরত্ব আছে মিটারে কিলোমিটারে, বাস্তবে অবাস্তবে।
অবস্থা হলো এই, আগে অপেক্ষা ছিলো।
এখন আক্ষেপ আছে।
কি করে যেন অক্ষর গুলো ঠিকই আছে
‘অ’ তার জায়গা ছাড়ে নি
কিন্তু…
‘অ’ এর সাথে ছোট্ট করে একটি আকার যুক্ত হয়েছে,
‘প’ ও ‘ক্ষ’ তাদের মাঝে স্থান বিনিময় করে পুরো ঘটনাকেই পাল্টে দিয়েছে।
অদ্ভুত তাই না?
তার থেকেও অদ্ভুত খবর হলো,
এখন তোমাকে চিনতে মানা
তোমায় দেখে হাসতে মানা
পরিচিত এক মানুষ বাস্তবে হয়ে গেল অপরিচিত।
মনের অলি গলিতে হয়ে গেল নিখোঁজ।
এযে বড়ই অদ্ভুত খবর।
লেখক- সুগার টি