কর্কট

দ্রুত থেকে দ্রুততম সময়ে ভালবাসা অনাকাঙ্ক্ষিত ভাবে বিভাজিত হয়ে এক স্থান ত্যাগ করে অন্য স্থানে উন্নত হয়েছে অপ্রত্যাশিত ভাবে।
ভালবাসার এই অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজনেকে আমার মতে কর্কট ভালবাসা রোগ বলে।
সর্বত মঙ্গল রাধে বলে প্রেমের গান যে পরিমাণ ডোপামিনের প্রবাহের কারণে অনাকাঙ্ক্ষিত প্রণয়ের প্রভাব প্রভাবিত হয় রাধে তোমার মনে।
তোমার কি মনে আছে এ প্রণয় তাকে পূজনীয় করে ছিলো ঠিকি,
কিন্তু প্রাণ নিয়েছিল ছিনায়ে।
এন্ডোক্রাইনোলজি বলে মানবের মানবীয় সকল বিষয়ে তার প্রভাব আছে বিশাল।
আঙ্কোলজি মতে শরীরে কোন অস্বাভাবিক, অনিয়ন্ত্রিত বিভাজন এর অন্তর্ভুক্ত।

কোন স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু করে না,
তা অনিয়ন্ত্রিত থাকে না।
‘অতিরিক্ত’ শব্দটির ব্যবহার এইজন্য করতে হয় কারণ তা প্রয়োজনের থেকে বেশি।

শরীরের কোন স্থানে কোষের দ্রুত, অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজনের নাম ক্যান্সার।
মনের ভিতরে অনুভূতির দ্রুত বৃদ্ধি, অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে সৃষ্ট অনুভূতির গুলো ক্যান্সার বলা হবে না কেন আমি তা জানিনা।
এই অনুভূতি লাইসোজোম এর মতো,
অনুভুতির এমন অনিয়ন্ত্রিত বৃদ্ধি এক সময় অনুভূতির অভাবে নিজেকেই খেতে শুরু করে।
এই অনুভূতি গুলো আত্মঘাতীক।

জীবনের ভালিবাসা, আদর, যত্ন, স্নেহের প্রয়োজনীয়।
অনুভূতি গুলো সুন্দর, প্রয়োজনীয় এবং আবশ্যিক বটে।
তবে নিয়ন্ত্রিত মাত্রায় তা সৌন্দর্য নিয়ে আসে জীবনে।

-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *