কমা

আমি দেখেছি অনেক মানুষকে।
আমি চিনেছি অনেক মানুষকে।
ভালো মানুষের মুখোশ পড়া মানুষ হয়ে না ওঠা মানুষকে।
আমি ভেবেছিলাম ভালো কিছু আছে যাকে ভালবাসা যাবে।
আমি ভেবেছিলাম সত্যি বুঝতে পারে এমন মানুষ এখনো আছে।
অনুভূতি চেনে এমন মানুষ হয়তো আছে।
মান অভিমানে পার্থক্য বোঝে।
উচিৎ অনুচিত এর হিসেব জানে।
আমি ভেবেছিলাম দুনিয়ায় আমার পরিচিতদের মাঝেই মানুষ আছে।
আমি ভেবেছিলাম ‘ভালো মানুষ’ আছে।
মানুষ ভেবে ছিলাম যাদের তারা ন্যায় অন্যায় এর হিসেবে পটু,
গিল্টি ফিলিংটা অনুধাবন করতে সক্ষম।
কিন্তু মানুষ হতে অক্ষম।
বড় বড় নীতি বাক্য বই থেকে হুবহু মুখস্থ।
বড় বড় নীতি বাক্যর আরালে আসল মনুষ্যত্ব কোথায় যেন হারানো।
প্রশ্ন একটা করি তবেই বুঝতে পারবেন কেমন অমানুষের আশেপাশে ছিলাম আমি কোন একদিন।
আপনি হয়তো অনাহারে মরে যাবেন তবুও তার কথা রক্ষা করতে হবে,
নিজ থেকে সে কথা বলবে না এটা তার করা পণ।
আপনি মরে যান, শোকে দিন কাটান,
সে লীলা করতে মানুষ খুঁজে বেড়ায়।
আপনার শোকে তার কিছু যায় আসে না।
কারণ সে নিজেকে ছাড়া কিছুই ভাবেনা।
চরম বিপদেও যে বন্ধু মুখ ফিরিয়ে রাখে শুধুমাত্র সামান্য একটা কথা বাঁচতে।
সে আর যাই হোক মানুষ হতে পারে না।
ভালো মানুষ তো সেকেন্ড ব্যারাকেটে।
মানুষ কিনা তাই যেখানে প্রশ্ন বোধক চিহ্নে বন্দী,
সেখানে ভালো মানুষের চিন্তা অলৌকিক।
ভালো মানুষে তো তারা যারা বিপদে আগে বন্ধুকে বাঁচাবে,
কাছে এগিয়ে যাবে সবার আগে,
সব কিছু ভুলে আগে হাত ধরে বলবে আমি আছি তোমার সাথে ভয়ের কি আছে?
কিন্তু শত্রুর রূপ চেনা যায় বিপদের দিনে।
মুখ ফিরিয়ে নিবে সামান্য এক কথা বাঁচাতে।
আমি কেন যাব?
সে কেন নয়?
আমি কেন ছোট হব,
মরে গেলেও আমি কেন মাথা নোয়াব,
সে কোন দিনও হবার নয়।
আমি তাকে দেখিয়ে দেব অন্য কেউকে বন্ধু বানিয়ে।
তোমার সব হারিয়েছে,
চেয়ে দেখো প্রভু আমায় সব দিয়েছে।
আমি সুখী মানুষ, হাত বাড়ালেই মানুষ পেয়েছি।
যাকে পেয়েছি সেও সব দিচ্ছে উজাড় করে।
শুধু তোমার দোষে নতুন বন্ধুর সাথে তোমার অনেক তুলনা চলে।
সব দোষ আমাদের দিয়ে দিবে।
সে অতি মানব ভুল করে না কখনো।
কোন ভুল তাদের ছিলো না।
কোন ভুল তারা করে না।
সব ভুলে মুল তুমি আর আমি।
বন্ধু তুমি মানুষ হও।
তোমার পাঠ্যবই তোমাকে যা মুখস্থ করিয়েছে তার নাম অনুভূতি।
যা মুখস্থ করে উগরে দিলে হয় না,
বক্তৃতা আর মন জয় করতে শ্রুতিমধুর মনে হলেও,
প্রয়োগ ছাড়া অস্থির শূন্য ছাড়া আর কিছুই না।
অনুভূতি অনুভব করতে হয়,
তাই তুমি শিখনি কোন দিন।
একটু চিন্তায় কমা দেও।
ভালো মানুষ পরে হও।
একটু না হয় মানুষ হও।
-সুগার টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *