আমি কঠিন করতে চাই নি বিষয় গুলো। আমি ফেরার সময় পাইনি কখনো। আমি অপেক্ষায় ছিলাম, কি সেই অপেক্ষা আজো জানিনা। ভালবাসা নাকি ভাললাগা নাকি শুধুই কল্যাণের কামনা। আমি সত্যি জনিনা আজো। আমার দ্রুত পরিবর্তন হয়ে যাওয়া সময় আমাকে বুঝতে দেয় নি কিছু। আমি আজো জানিনা কিসে আমার পরাজয় আর কিসে আনন্দ অনুভব হয়। আমি আজো জানিনা কেন, কি ভাবে আমার সংসারী হওয়ার স্বপ্ন সন্নাসীর নিস্পৃহ ঢেউ উঠায়। আমার কেন কোন আগ্রহ নেই নতুন কিছু গড়ার? আমি কেন অনুভূতিহীন পাথর। আমি আজো জানিনা সেই প্যাসিফিক সাগরে উপর দিয়ে উরে যাওয়া মানুষ আর আমার মাঝে পার্থক্য আছে কোথায়? আমি আজো জানিনা ভালবাসা কি? ভালবাসার অনুভূতি গুলো কেমন? কেউ ভালবাসলে কেমন অনুভব হয়? আমি কেন অনুভূতি অনুভবের সুযোগ পেলাম না? আমার জন্য পথ কই? আমার জন্য আশা কই? আমি কেন ভেবে পাইনা কোথায় গেলে এসবের দেখা পাব? সব পথ খুঁজে বন্দী হয়ে রই। বন্ধ দরজার সামনে নিজের অসহায়ের গল্প বলে যাই। কড়া নাড়তে রৌদ্র লাগে। আমার রৌদ্র কই? -সুগার টি