সত্যি বলতে আমারি সব এলোমেলো
হাজারো বৃষ্টি আনেনা প্লাবন।
হাজারো কলি ফুটায় না ফুল।
হাজারে হাজারে গুনছি সব।
হচ্ছে না কিছুই।
সব যেন আমারি এলোমেলো।
তাদের সব কিছু কি ঠিক ঠাক আছে?
সব কিছুই কি চলছে আগের মতো?
আমার সাথে কথা হয় না, হবে না আর কোন দিনও।
আমার সাথে দেখা হয় না, হবে না আর কোন দিনও।
অপেক্ষা করি ভোর হবে, অপেক্ষা করি রাত পোহানোর আগেই ঘুম আসবেই।
সেসব কিছুই হয় না।
হয়তো এসবও হবে না আর কোন দিনও।
জটিল অংক মেলে না।
নতুন সূত্র আমি জানিনা।
তুমি আর এসো না।
ভালো তুমি থেকো না।
জিতে তুমি যেও না।
সুখের হাসি হেসো না।
আমার সব এলোমেলো তোমার জন্য।
তাই আমি চাই না তোমার জীবন হোক সাজানো।
-সুগার টি