উষ্মা

ভবিষ্যৎ অনিশ্চিত, 
গতিবিধি শনাক্ত, 
আমি বর্তমানে অবর্তমান।
আমার অবর্তমানে বর্তমান অন্য কিছু।
চারিদিক শান্ত, সুন্দর। 
মুল্যবান সব কিছু তবুও দেখতে পাই নি কিছু।
যা কিছু গিয়েছে গড্ডালিকা প্রবাহে,
 তা কিছু চক্র করে ঘুরছে অতিতে।
সমাজ অসমতা নিয়ে আমাদের এক দুনিয়া। 
ঋতুতে বদলায় সমজ,
সময়ে বদলায় সমজ। 
আমি আজো অলস অকেজো। 
দিন যায় বছর যায়।
সব কিছু আবছায়া হয়ে যায়।
অতীত ঘোলাটে, বর্তমান অস্থির, ভবিষ্যৎ অনিশ্চিত। 
খবর আছে আজ যেতে হবে,
খবর সেদিনও ছিলো,
 সে দিনও যাবার কথা ছিলো। 
যাওয়া হয় নি সহসের অভাবে।
সুখে আছে যা, তা কোন সমস্যা না।
সমস্যা আমার ভাগের সুখ গেলো কই?
চলছে জীবন ঘড়ির কাটার সাথে, 
এক, দুই, তিন...
শেষ হয়ে গেলেও কারোর না কিছু।
দুনিয়ায় প্রচলিত না যারা।
তাদের যাওয়া আসায়, কিছু যায় আসে না।
একটা সন্দেহ আছে, 
আমি কি সত্যিই বেঁচে আছি?
না কি কবরে বসে স্বপ্ন দেখছি?
যদি তা না হয় তবে আমার ভাগের ভাগ্য এতো খারাপ কেন হলো?
আমার ভাগ্যের সুখ কোথায় গেলো? 
সম্মান কোথায় হারালো? 
আমাকে পাওয়ার আকুতি নেই কেন?
আমি কি অদৃশ্য এই দুনিয়ায়? 
নাকি অপ্রয়োজনীয়? 
নাকি আমার জন্ম হয় নি আজো?
নাকি আমার জন্মই আমার আজন্ম ভুল?
-সুগার টি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *