দুপুরের সকলের অপ্রিয় রোদের আলো যখন আমার দেহে সঞ্চালিত হয়, তা অনুভব করা আমার পছন্দ।
আমার পুকুর পারে বসে থাকা বগ পছন্দ।
নুপুর পরা পছন্দ।
ঝর্নাকলম আমার পছন্দ।
গল্পের বই হাতে এক কাপ কফি আমার খুব পছন্দ।
মনে গহিনে কেউ উঁকিঝুঁকি দেয়, আমার তাকে অপছন্দ।
আমার আমাকে চিনতে না পরার কষ্ট কুরে কুরে খায়,যা অনুভব করা আমার অপছন্দ।
আমার মাঝে মাঝে পাওয়া না পাওয়া হিসেব করা খুব পছন্দ,
শুধু বোকামি গুলো অপছন্দ।
আমাকে আমি চিনতে পারি নি এ আক্ষেপ এক দিনের নয়।
আমি আমাকে বুঝিনি, এ কোন সামান্য কথা নয়।
ভালবাসা, ভাললাগার ভাগাভাগির সময় আমি আমার কথা ভাবি নি।
এ অন্যায় ছাড়া আর কিছু নয়৷
আমি এখন বেশ আছি।
নিজের মনের ছন্দে বাঁচি।
তোমাদের যখন অনেক দ্বায়িত্ব,তখন আমি শুধু ছন্দ খুঁজি।
মনের ক্যানভাসে ছন্দ সাজাই।
মানুষের আনাগোনা নেই সেখানে।
নির্জন, নিরিবিলি প্রাকৃতি আমায় নতুন করে বাঁচতে শেখায়।
বাগান ভরে গেছে ফুলে, পাখিরা আসে।
তাদের জন্য ছোট্ট বাসস্থান আছে,
হালকা কিছু খাবার আছে।
আমি সেখানে দোলায় দুলি, বৃষ্টিতে ভিজি।
নিজের খেয়াল নিজেই রাখি।
আমি না খুব ভালই আছি।
-সুগার টি
মা শা আল্লাহ!! ❤️