পরিবর্তন হতে সময়, পরিবেশ, জ্ঞান এবং অবশ্যই মানুষ এর প্রয়োজন। অনুধাবন, কষ্ট, শোক ব্যাতিত জীবন পরিবর্তন অসম্ভব।
আমি কবিতা বলব,আমার কাল্পনিক গল্প, কাল্পনিক মানুষদের নিয়ে, বাস্তবতা নিয়ে, আমার অপরিচিত থেকে পরিচিত হওয়া জীবন নিয়ে, আমার, তোমার, আমাদের, তোমাদের, তাদের সবাই থাকবে সেই কবিতায় এবং আমার সেই লেখায়।
এখানে কোন নিয়ম নেই, আমি আমার নিয়মে এই সাইটকে পরিচালনা করব। আমার দুনিয়া এটা। একান্ত আমার। এখানে যা কিছু তা আমার ইচ্ছে, আমার পছন্দ, আমার কল্পনা, আমার নিয়মে।
সেই দুনিয়ায় আপনাকে আমি গ্রহণ করব সম্মানের সাথে, ভালবাসার সাথে। আপনি চাইলে আমার এই দুনিয়াতে যুক্ত হতে পারেন। আপনার সকল কথা আমি শুনতে চাই, আপনার কথা গুলো আমি লিখতে চাই স্নেহের সাথে।
-সুগার টি
🥹🫰🫰
My only true love belongs to you..you know that,aren’t you??
Take love dear…❤️🌺
Thank you so much dear..🥰🥰🥰