এলোমেলো মনে সকাল দেখার মতো অপ্রস্তুত বিষয় আর কিছু নেই
জীবনের ফিলোসোফি সারারাত ধরেও বুঝতে পারিনি।
সকাল নিয়ে এলো রাজ্যের ব্যস্ততা,
সে জীবন নামের ফিলোসোফি তুলে রাখল আলমারির সব থেকে উচু স্থানে।
ক্যাফেটেরিয়ার গোলটেবিলে হাজার মানুষের হাজার না পাওয়ার ভীড়ে, ভাগ্য নিয়ে অপ্রয়োজনীয় আফসোসে যেখানে সকালের প্রথম চায়ে চুমুক দেয় মানুষ
তখন কি ভাবে সে?
আমার জানতে ইচ্ছে করে।
আমার জানতে ইচ্ছে করে এই যে, হাজার হাজার অভিযোগ করা মানুষ গুলো কি অন্য কারোর জীবনে কষ্টের কারণ?
আমার জানতে ইচ্ছে করে তুমি যে এতো অভিযোগ করো জীবন নিয়ে, তুমি নিজে কার জীবনের অভিযোগে বাঁচো?
আমার শুধু জানতে ইচ্ছে করে না তুমি কতটা ভালো।
আমার জানতে ইচ্ছে করে না তুমি চোখ দিয়ে কি উপভোগ করো।
আমার জানতে ইচ্ছে করে না তুমি জীবনে কি ভালো কাজ করেছ।
আমার শুধু জানতে ইচ্ছে করে তোমার কারণে কার রাতে জীবনের হিসাবের খাতা খুলে বসতে হয়।
কার এলোমেলো সকাল দেখতে হয়।
কে তোমাকে নিয়ে জীবনের দর্শন বুঝতে চায়।
আমার কেবল এসবই জানতে ইচ্ছে হয়।
আমার জানতে ইচ্ছে করে…
আমার কেবল এসবই জানতে ইচ্ছে করে…
লেখক – সুগার টি